প্রিয় টিউনার এবং ভিজিটরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। সবাইকে আমার সালাম।
রেজিষ্ট্রি এডিটের টিউনের ধারাবাহিকতায় আজও আপনাদের শেয়ার করব কিভাবে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার এর টাইটেল নাম পরিবর্তন করা যায়।
** Run ক্লিক করে এতে regedit লিখে এন্টার দিই।
** এর পর নিচের ধাপ অনুযায়ী নির্দিষ্ট Key যাই।
HKEY_CURRENT_USER\Software\Policies\Microsoft\ WindowsMediaPlayer
**এখানে WindowsMediaPlayer যাওয়ার পর ডান পাশে রাইট ক্লিক করি।
** রাইট ক্লিক করার পর New তে ক্লিক রে নতুন একটি String Value নিই। এর নাম দিই "TitleBar"।
** এবার TitleBar নামে যে নতুন Key আসল। তাতে ডাবল ক্লিক করি এবং Value Data এর স্থানে আপনার পছন্দ মত একটি নাম দিয়ে Ok করে রেজিষ্ট্রি এডিট বন্ধ করে চলে আসুন।
** এবার আপনি যে কাজটি করলেন তা সক্রিয় করার জন্য আপনার কম্পিউটারটি একবার রিস্টার্ট দিন।
** এখন দেখুন আপনার মিডিয়া প্লেয়ার এর টাইটেল বারে আপনার দেয়া নামটি দেখাচ্ছে।
কোন প্রকার ভুল ভ্রান্তি হলে ক্ষমার চোখে দেখবেন। এবং তা মন্তব্যের মাধ্যমে জানাবেন। তা শুধরে নিতে চেষ্টা করব।
আশা করি আমার টিউনটি আপনাদের পছন্দ হবে।
আমি Shoptorshy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 163 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল বাসি নতুন নতুন তথ্য প্রযুক্তি সম্পর্কে জানতে ও সবার সাথে শেয়ার করতে।
ভাল লিখেছেন………………ধন্যবাদ!!