আসসালামু আলাইকুম ।আশা করি সবাই ভালো আছেন ।আমার গত টিউনে আমি দেখিয়েছিলাম, কিভাবে কোন সফটওয়্যার ছাড়া IDM এর ব্যাকআপ নেওয়া যায় ।
যারা পড়েন নি তারা এখান থেকে পড়ে নিতে পারেন ।
আজকে আমি আপনাদের দেখাব কিভাবে ঐ একই কাজ ছোট একটি সফটওয়্যারের মাধ্যমে করবেন ।
তাহলে শুরু করা যাক ।
প্রথমে এই লিঙ্ক থেকে 1.5 MB এর জিপ ফাইলটি ডাউনলোড করে নিন ।এক্সট্রাক্ট করলে একটি সফটওয়্যার পাবেন ।সফটওয়্যারটি ইন্সষ্টল করার পূর্বে সিস্টেস ট্রে থেকে IDM Exit করে নিন অর্থাৎ IDM এর আইকনের উপর মাউস পয়েন্টার রেখে রাইট বাটনে ক্লিক করে Exit এ ক্লিক করুন ।এবার স্বাভাবিক ভাবে সফটওয়্যারটি ইন্সষ্টল করে ওপেন করুন । সফটওয়্যারটি ওপেন হলে “Full Backup” এ টিক দিয়ে তীর চিন্হিত জায়গায় ক্লিক করে পিসির যেখানে ব্যাকআপ ফাইলটা রাখবেন সেই ড্রাইভ অথবা ফোল্ডারটি দেখিয়ে দিন ।অবশ্যই “C” ড্রাইভ ব্যতিত অন্য যেকোন ড্রাইভে অথবা ফোল্ডারে সেভ করবেন যাতে অপারেটিং সিস্টেম পাল্টালেও ফাইলটি ব্যবহার করা যায় ।চিত্রগুলি লক্ষ্য করুন বুঝতে সুবিধা হবে ।
এবার “Backup Now” এ ক্লিক করুন ।তাহলে ব্যাকআপের প্রক্রিয়াটি শুরু হবে ।
ব্যাকআপের প্রক্রিয়াটি শেষ হলে নিচের মত আসবে ।
ব্যাকআপ নেওয়ার কাজ শেষ ।
অনেক সময় আমাদের IDM এর ডাউনলোড লিষ্টে অনেক গুরুত্বপূর্ণ ফাইল ডাউনলোডিং অবস্থায় রেখে অপারেটিং সিস্টেম পাল্টানো ওয়াজিব হয়ে পরে ।তখন যদি অপারেটিং সিস্টেম পাল্টানো হয় তাহলে যেটুকু ফাইল ডাউনলোড হয়েছিল তাও হারাতে হয় ।
কিন্তু আপনি চাইলে এ প্রক্রিয়ায় আংশিক ডাউনলোড হওয়া ফাইলগুলোর ব্যাকআপ নিয়ে নিশ্চিন্তে অপারেটিং সিস্টেম পাল্টাতে পারেন ।
ধরুণ আপনি ব্যাকআপ নিয়ে অপারেটিং সিস্টেম চেঞ্জ করেছেন ।এবার রিষ্টোর করার পালা ।
স্বাভাবিক ভাবে IDM ইন্সষ্টল করে আগের বারের মত সিস্টেম ট্রে থেকে IDM Exit করে নিন ।এবার এখানে দেওয়া সফটওয়্যারটি ইন্সষ্টল করে ওপেন করুন ।“Restore Data” তে যান ।আগে যেখানে ক্লিক করে ব্যাকআপের জায়গা দেখিয়ে দিয়েছিলেন ঐখানে ক্লিক করেই সেভ করা .ibf ফাইলটির লোকেশন দেখিয়ে দিয়ে “Open” এ ক্লিক করুন অথবা সফটওয়্যারটি CLOSE করে সরাসরি আপনি যেখানে ফাইলটি রেখেছেন সেখানে গিয়ে ফাইলটিতে ডাবল ক্লিক করে ওপেন করুন ।এরপর “Restore Now” এ ক্লিক করুন ।
অল্প কিছুক্ষন সময়ের মধ্যে কাজটি হয়ে যাবে ।
সম্পূর্ণ কাজ হয়ে গেলে সফটওয়্যারটি CLOSE করে পিসি রিস্টার্ট দিন ।এবার IDM ওপেন করে দেখুন ।আগের ডাউনলোড করা ফাইল গুলো আগের ডাউনলোডরত অবস্থায় ফিরে এসেছে ।এভাবে আপনি আপনার ডাউনলোড করা ফাইলগুলো রিজিউমও করতে পারবেন ।
আবার অন্যের সাথে আংশিক ডাউনলোড হওয়া ফাইলগুলো শেয়ারও করতে পারবেন ।
বুঝতে সমস্যা হলে জানাবেন ।
প্রথম প্রকাশিত এখানে।
ভালো থাকবেন । আল্লাহ হাফেজ ।
আমি তরিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খেটে বড় হও, কারো "পা চেটে" নয়।
Nice post