কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমি টেক্টিউন্স এর এক্কেবারে নতুন লেখক। জানি অনেক ভুল হবে তাও এটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে আমি আপনাদেরকে চরম একটা হট পোস্ট দিতে যাচ্ছি। আমি কিছুদিন আগেই এই পদ্ধতি ব্যাবহার করে সফল হয়েছি। এখানে ফ্রী ইন্টারনেট পুরা হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে। মনে হয় না কারর কষ্ট হবে বুযতে। তাও যদি বুযতে না পারেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বেশি কথা না বলে পোস্টটের দিকে আগাই।
প্রথমে Opera mini Download করে নিন। তারপর ইন্সটল করুন।
আপনারা যেকোনো একটা পেকেজ একটিভ করে রাখতে পারেন। আবার না রাখলেও চলবে। যারা এক্কেবারে মক্ত চালাতে চান তারা নিচের নির্দেশনা মেনে চলুন। প্রথমে *১১১*৬*১# ডায়েল করুন। তারপর দুইটা অপশন আসবে
1) 3g
2) Edge
2) Edge তে ঢুকুন next
1) for mobile এ ঢুকুন next
1) new pay as you go te ঢুকুন
এবার কাজ শেষ
আর যদি ভালো ফলাফলের জন্য packege কিনতে পারেন কোন প্রব্লেম নাই তবে এটা ১ মাস পর পর অ্যাক্টিভ করতে হবে। নিয়ম হচ্ছে।
পেকেজ কেনার জন্য ডায়াল করুন *১১১# । পেক কেনার আগে অবশ্যই *৫০০*০# ডায়াল করে কিনবেন। তাইলে আপনার পেকেজের মেয়াদ ১মাস হয়ে যাবে। তাতে করে আপনি মেগা শেষ হয়ে গেলেও নেট ব্যাবহার করতে পারবেন। ২জি তে স্পিড খারাপ না। ২৫-৩২ কেবি থাকে। আমি নিজেও ২জি ব্যাবহার করি।
সেটিংস্ এ যান wireless & networks e click korun
jelly bean er jonno more e
Mobile nettworks e click korun
Access point
Grameen phone e dhukun
এবার মেনু বাটন টা তে ক্লিক করুন এবং
New Apn click korun
তারপর এভাবে সেট করুন।
APN- gpinternet
PROXY- 141.0.11.253
PORT- 80
বাকি ঘর গুলো যেভাবে আছে সেভাবে রাখুন menu বাটন এ চেপে সেভ করুন
APN Type যদি চায় তাহলে Internet select korun
মোবাইল সেটিংস্ এর কাজ শেষ এবার অপেরা সেটিংস্ এর কাজ করুন। প্রথমে এ অপেরা সফটওয়্যার এ ঢুকুন তারপর নিম্নের কোড গুলো সেট করুন। চাইল্ড কোড( Child code) চাইলে http://www.nextwap.net দিন।। এবার অপেরা মিনির front query তে লিখুন- gpstream.mobi/ এবং proxy type HTTP দিন এবং সেভ করুন।
ব্যাস আপনার কাজ শেষ। এবার আনলিমিটেড ব্রাউস এবং ডাউনলোড করুন। ১৫ মেগার বড় ফাইল ডাউনলোড এর জন্য ডাউনলোড লেখায় চাপ দিয়ে ধরে রেখে open in a new tab এ ক্লিক করে সাথে সাথে পেজটা রিলোড দিন। রিলোড পুরাপুরি শেষ হবার পর সেভ এ ক্লিক করুন। তাহলেই বড় ফাইল ডাউনলোড হবে। ঠিক নিচের ছবির মত।
নিচে কিছু স্ক্রিনশট দেয়া হল।
ধন্যবাদ ভালো থাকবেন ভুল ত্রুটি হলে মাফ করবেন। আর হ্যাঁ এটা শুধু মাত্র Android ব্যবহার কারিদের জন্য।
সংকলিত পূর্বে এখানে প্রকাশিতঃ-লেখকঃ- Bashir Ahmed Bappy
আমি মোঃ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ata toh kicu din age kaj korto pore abar off o hoye gase akhon ki abar o kaj kore???????