অ্যাপ লক, আপনার মোবাইলএর অ্যাপস গুল লক করে দিন!

বন্ধুরা আপনারা যারা আন্ড্রয়েড মোবাইল ব্যবহার করছেন তাদের জন্য একটি অনেক গুরুত্ব পূর্ণ টিউন করতে যাচ্ছি।

আমাদের মোবাইল আমাদের পার্সোনাল জিনিস। এখানে আমরা অনেক পার্সোনাল ছবি, ভিডিও বা ডকুমেন্ট রেখে থাকি। তাছাড়া আমাদের অনুমতি ছাড়া অন্নকেও এই মোবাইল ব্যবহার করুক তা আমরা অনেক সময় চায়না। কিন্তু আমাদের চাওয়ার সাথে অনেক সময় পাওয়া মিলেনা। বাচ্চা থেকে সুরু করে বন্ধু, বড় ভাই-বন বা ছট ভাই-বন অনেকেই আমাদের অনুমতি ছাড়া আমাদের মোবাইলে হাত দেই। এখন থেকে আর পারবে না।

অ্যাপ লক দিয়ে আপনি আপনার ম্যাসেজ, জিমেইল, ফেসবুক সহ যেকন আপে পাস ওয়ার্ড দিতে পারবেন। কেও কোণ কিছু ডিলেট করতে গেলেও পাস ওয়ার্ড ছাবে। এমনকি আপনার অনুমতি ছাড়া ইন্টারনেটও ব্যবহার করতে পারবে না! সম্ভবত আপনার অনেক মেগাবাইট বাঁচাই দিলাম?

আচ্ছা আপনি কি সুধু এই সব নিয়েয় চিন্তিত? হইত না। আমাদের অনেকেরই অনেক ছবি বা ভিডিও মোবাইল থাকে জা আমরা অন্নদের দেখাতে চাইনা। এই খেত্রেও অ্যাপ লক আপনাকে সাপোর্ট দিবে। আপনি যেকোনো ছবি বা ভিডিও এর জন্য পাস ওয়ার্ড দিতে পারেন। বা ওই ছবি বা ভিডিও গুলা একটি ফোল্ডারের ভিতরে রেখে ওই ফোল্ডারে পাস ওয়ার্ড দিতে পারেন।

এই অ্যাপ টি ডাউনলোড করুন এখান থেকে।

সুত্রঃ পিএনএস নিউজ

Level 0

আমি Saieduzzaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

স্কিনশট কোথায় ভাইটি? স্কিনশট ছাড়া এপসের এই ধরনের পোস্ট মুল্যহীন

ধন্যবাদ।