ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ লাইন ব্যাবহার করুন আপনার পিসিতে

লাইন তার বিভিন্ন ফিচারের জন্য অনেক জনপ্রিয়। যদিও তারা অফিশিয়ালি পিসির জন্য কোনো সংস্করণ বের করেনি। তবে ছোট্ট ১টি সফটওয়্যারের মাধ্যমে এন্ড্রয়েড ডিভাইসের জন্য তৈরি করা সংস্করণ টিকে আপনার পিসিতে ব্যাবহার করতে পারেন।  😀
এই জন্য আপনাকে একটি ইমুলেটর ব্যাবহার করা লাগবে। অনলাইনে সার্চ দিলে অনেক ইমুলেটর পাবেন। তবে ব্লুস্টেকস ইমুলেটর সবথেকে নির্ভরযোগ্য। আপনি ব্লুস্টেকস এখান থেকে ডাউনলোড করুন।  🙂
এবার ব্লুস্টেকস ইনস্টল করুন ও ব্লুস্টেকস এ সার্চ দিন লাইন লিখে। এবার লাইন ডাউনলোড করুন এবং ইনস্টল করুন। ইনস্টল শেষে ব্লুস্টেকস আবার ওপেন করুন এবং অ্যাপ অপশন থেকে লাইন সিলেক্ট করুন।  😉
এখন আপনি আন্ড্রয়েড ফোনের মত সকল ফিচার সম্বলিত লাইন চালাচ্ছেন আপনার কম্পিউটারে।  😎

আমার লিখা পছন্দ হলে ঘুরে আসুন আমার নিউজ সাইট থেকে।

Level 0

আমি Saieduzzaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

দুঃখিত আপনার দেওয়া তথ্যে কিছু ভুল আছে, আপনি হয়তো জানেন না ইতিমধ্যে “Line” এর PC সংস্করণ রয়েছে। আর যেহেতু রয়েছে তাই আপনার দেওয়া পদ্ধতি অনুযায়ী লাইন ব্যবহার করা আর মশা মারতে কামান দাগা লাগা প্রায় একই কথা। 🙂 যাই হোক ভালো থাকবেন।
বাংলায় প্রশ্ন-উত্তর ভিত্তিক ব্যতিক্রমধর্মী ওয়েবসাইটঃ helpfulhub.com

    @Helpful Hub: ভাই পিছি সংস্করনের লিংক টা প্লিস।

      Level New

      @Saieduzzaman: তাদের অফিসিয়াল ওয়েবসাইটেই রয়েছে। তবুও দিলাম, http://line.me/en/download এখানে গিয়ে নিচে দেখুন PC লেখার পর ডাউনলোড লিঙ্ক রয়েছে।