আপনার কম্পিউটারের একটি চরম বিরক্তির কারণ অনেক অনেক ফাঁকা ফোল্ডার পড়ে থাকা এবং ডুপলিকেট ফাইল এর সমাহার। আপনার অজান্তেই এক সময় আপনার পিসি ভর্তি হয়ে যায় অনেক ফাঁকা ফোল্ডারে এবং এক ফাইলের একাধিক ডুপলিকেটে। কিন্তু সেগুলোর পরিমাণ যখন বেশি হয়ে যায় তখন আপনি কোন সফটওয়্যার এর সাহায্য ছাড়া কোন কুল কিনারা করতে পারবেন না। আজ শেয়ার করছি একটি প্রিমিয়াম সফটওয়্যার এর ৩০ দিনের ট্র্যায়াল ভার্সন। শুধু সফটওয়্যার নয়। শেয়ার করছি কিভাবে আপনার পিসি থেকে এই সফটওয়্যার দ্বারা সব অযথা ফাঁকা ফোল্ডার এবং ডুপলিকেট ফাইলগুলো ডিলেট করবেন।
প্রথমেই ডাউনলোড করে নিন Glary Utilities Pro 5.7 । ডাউনলোড হয়ে গেলে ঝটপট ইন্সটল দিয়ে নিন। এখন চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে।
ভালো লাগলে, ভালো লাগার কথা জানাতে কার্পণ্য বোধ করবেন না। খারাপ লাগলে সেটাও জানাবেন। সৌজন্যেঃ ব্লগার মারুফ ডট কম
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
ধন্যবাদ!