কম্পিউটার থেকে লাথি দিয়ে বিদায় করুন ফাঁকা ফোল্ডার এবং ডুপ্লিকেট ফাইলগুলো

আপনার কম্পিউটারের একটি চরম বিরক্তির কারণ অনেক অনেক ফাঁকা ফোল্ডার পড়ে থাকা এবং ডুপলিকেট ফাইল এর সমাহার। আপনার অজান্তেই এক সময় আপনার পিসি ভর্তি হয়ে যায় অনেক ফাঁকা ফোল্ডারে এবং এক ফাইলের একাধিক ডুপলিকেটে। কিন্তু সেগুলোর পরিমাণ যখন বেশি হয়ে যায় তখন আপনি কোন সফটওয়্যার এর সাহায্য ছাড়া কোন কুল কিনারা করতে পারবেন না। আজ শেয়ার করছি একটি প্রিমিয়াম সফটওয়্যার এর ৩০ দিনের ট্র্যায়াল ভার্সন। শুধু সফটওয়্যার নয়। শেয়ার করছি কিভাবে আপনার পিসি থেকে এই সফটওয়্যার দ্বারা সব অযথা ফাঁকা ফোল্ডার এবং ডুপলিকেট ফাইলগুলো ডিলেট করবেন।

প্রথমেই ডাউনলোড করে নিন Glary Utilities Pro 5.7 । ডাউনলোড হয়ে গেলে ঝটপট ইন্সটল দিয়ে নিন। এখন চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে।

ফাঁকা ফোল্ডারগুলো ডিলেট করব কিভাবে?

  • সফটওয়্যারটি চালু করুন।
  • এবার Advanced Tools অপশনে গিয়ে Remove Empty Folders অপশন ক্লিক করুন।

  • এখন একটি বক্স আসবে। সেখানে আপনাকে ড্রাইভ গুলো সিলেক্ট করে দিতে হবে কোন ড্রাইভ গুলোতে সে ফাঁকা ফোল্ডার খুজবে। তাই যে যে ড্রাইভে ফাঁকা ফোল্ডার খুঁজতে চান সেগুলো সিলেক্ট করে Scan Now বাটন ক্লিক করুন।

  • চলে আসবে ফাঁকা ফোল্ডার লিস্ট। সেখানে সবগুলো সিলেক্ট করে Delete Checked Folders বাটন ক্লিক করুন।

  • ব্যাস, ডিলেট হয়ে যাবে আপনার সিলেক্ট করা ফাঁকা ফোল্ডার গুলো এক নিমিষেই।

ডুপলিকেট ফাইলগুলো ডিলেট করব কিভাবে?

  • পূর্বের নিয়মে সফটওয়্যার থেকে Advanced Tools > Remove Duplicates অপশনে যান।

  • আবারো পূর্বের মত একটি বক্স আসবে সেখানে ড্রাইভ সিলেক্ট করে দিন এবং Scan করুন।

  • চলে আসবে রেজাল্ট। যে ফাইলগুলোর ডুপ্লিকেট কপি আপনার কম্পিউটারে ছিল সেগুলো পাবেন রেজাল্টে সাথে কিন্তু মূল ফাইলটিও থাকবে। তাই একটি কপি বাদে বাকি যে কয়টা কপি বের হয়েছে তা সিলেক্ট করে Delete Checked Files ক্লিক করে ডিলেট করে দিন।

ভালো লাগলে, ভালো লাগার কথা জানাতে কার্পণ্য বোধ করবেন না। খারাপ লাগলে সেটাও জানাবেন। সৌজন্যেঃ ব্লগার মারুফ ডট কম

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ!

Level 2

Thanks to share.

ধন্যবাদ

চমৎকার

ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য এটা দরকার ছিল আমার।

ডাউনলোড করে ফেললাম 😀

amio download dilam