একটা ব্লগকে সফল করতে কিছু করনীয় ও কার্যকরী কৌশল যা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে

সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে ব্লগ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। বর্তমানে বাংলায় অনেক ব্লগ আছে। আমারতো মনে হয় ব্লগ এর চেয়ে লেখক অনেক কম। অনেকে শখের বসেই ব্লগ খুলে বসে থাকে। কিছুদিন পর যখন শখ চলে যায় বা যে আশায় ব্লগ খুলে সেরকম আশানুরুপ কোন ফল পান না তখন ব্লগ এমনিতেই বন্ধ হয়ে যায়। কারন ব্লগ সুধু খুললেই হবে না এর পিছনে অনেক কষ্ট করতে হবে এবং সবর করতে হবে। ব্লগ এমন না যে আজকে ব্লগ খুললেন এবং নতুন নতুন কয়টা টিউন লিখলেন বাস কাজ শেষ। একটা ব্লগ মোটামুটি পপুলার করতে কয়েক বছর লেগে যেতে পারে। একটা ব্লগ তখনি পপুলার হবে যদি কিছু জিনিস খেয়াল রাখেন। আজকে আমি কিছু জিনিস বলবো। আশা করি এগুলো আপনার কতটুকু উপকার করতে পারবে জানি না তবে ক্ষতি করবে না।
# প্রথমেই যেটা বলবো সেটা হল যদি আপনি সত্যি সত্যি ব্লগ কে প্রতিষ্ঠিত করতে চান তাহলে চিন্তা ভাবনা করে একটা ভালো নাম বা ডোমেইন নেম ঠিক করুন কারন নামটা অনে গুরুত্বপূর্ণ। এর উপরে অনেক কিছু নিরভর করে। এরপর যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটি হল হোস্টিং। দেখেশুনে ভালো মানের হোস্টিং কিনুন। দামের ক্ষেত্রে কার্পণ্য না করে কুয়ালিটি সম্পন্ন হোস্টিং কিনুন। কারন এর উপর আপনার ব্লগ দাড়িয়ে থাকবে সুতরাং মূল ঠিক না থাকলে উপরে পরতে পারে।
# এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কন্টেন্ট। আপনার ব্লগ এর কন্টেন্ট যদি ইউনিক এবং মানসম্মত না হয় তাহলে আপনার ওখানেই শেষ। একটা প্রশ্ন সব সময় নিজেকে করবেন। আর সেটা হল আপনার ব্লগ এমন কি আছে যার কারনে ভিসিটর আপনার ব্লগ আসবে? নিজে নিজে উত্তর দেয়ার চেষ্টা করুন এবং দেখুন সেই উত্তরে আপনি নিজেই সন্তুষ্ট কিনা। যেদিন আপনি নিজে সন্তুষ্ট হতে পারবেন সেদিন মনে করবেন ভিসিটররাও সন্তুষ্ট এবং সেদিন থেকে ভিসিটররাও আপনার ব্লগ এ আসবে।
# এরপর যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হল, আপনি ব্লগ করলেন এবং সেখানে ইউনিক এবং মানসম্মত টিউন ও আছে কিন্তু আপনার যে একটা ব্লগ আছে এবং সেখানে ইউনিক এবং মানসম্মত টিউন আছে কেউই জানে না। তাহলে কি ভিসিটর আপনার ব্লগ এ আসবে। আমার মনে হয় এর উত্তর আপনিই ভালো দিতে পারবেন। তাহলে এখন কি করতে হবে? আপনাকে যেটা করতে হবে সেটা হল আপনার যে একটা ব্লগ আছে এবং সেখানে ইউনিক এবং মানসম্মত টিউন আছে সেটা সবাইকে জানতে হবে। জানাতে হলে এস ই ও করতে হবে। যেন যেকেউ আপনার ব্লগ এ থাকা বিষয়ে সার্চ করলে আপনার ব্লগ এর ঠিকানা পায়। আপনি চাইলে বিজ্ঞাপন ও দিতে পারেন। কথায় আছে প্রচারই প্রসার। মানুষ যত জানবে ততই আপনার ব্লগ পপলারিটি পাবে। আমি এখনে এস ই ও বলতে সবধরনের কাজকে বুঝিয়েছি যে কাজগুলো করলে আপনার ব্লগ এর প্রচার হবে যেমনঃ সোশ্যাল শেয়ার, ব্যাকলিঙ্ক, সার্চ ইঞ্জিন সাবমিট ইত্যাদি।
# এরপর যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হল আপনার ব্লগ যে বিষয় এর উপর ঐ বিষয় সম্পর্কিত ব্লগ গুলো খুজে বের করে নিয়মিত টিউন করা। যদিও এ বিষয়টি এস ই ও এর মধ্যে পর তারপরেও আলাদা ভাবে আলোচনার কারন হল বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। যেমনঃ আপনার ব্লগ টি যদি প্রযুক্তি বিষয়ক হয়। তাহলে যারা প্রযুক্তি প্রেমিক বা যারা প্রযুক্তি বিষয়ক ব্লগ সবসময় দেখেন তারা সবসময় প্রযুক্তি বিষয়ক নতুন নতুন জিনিস সবসময় খোঁজেন। যেখানে তারা নতুন কিছু পাবে তারা সেখানেই যাবে হয় সেটা নতুন কোন ব্লগ বা অনেক আগের। তাই যদি আপনি নিয়মিত এই কাজটি করতে পারেন তাহলে এখান থেকে অনেক ভিসিটর পাবেন আশা করা যায়। তাছাড়া আপনার ব্লগ কে সবার সামনে তুলে ধরতে আপনাকে এই কষ্ট গুলো করতেই হবে।
# এখন যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হল সাইট এর স্পীড নিয়ে। একটা ব্লগ এর ক্ষেত্রে সাইট এর লোডিং স্পীড অনেক বড় একটা ফ্যাক্টর হিসাবে কাজ করে। আপনার সাইট বা ব্লগ যদি লোড হতে বেশি সময় নেয় বা আপনার ব্লগ এর সাইজ অনেক বড় হয় তাহলে ভিসিটররা বিরক্ত হয়ে আপনার ব্লগ এ আর আসতে চাবে না। একটা জিনিস ভালো করে মনে রাখবেন ভিসিটর আনার চেয়ে তাদের রক্ষা করা অনেক কঠিন একটা কাজ। মনে করেন অনেক কিছু করে আপনার ব্লগ এ ভিসিটর আনলেন কিন্তু কোন কারনে যদি তারা একবার বিরক্ত হয়ে চলে যায় তাহলে সহজে আপনার ব্লগ আর সে আসতে চাবে না কারন সে একবার এসে আপনার ব্লগ এর অবস্থা দেখে গেছে কিন্তু যদি সে নতুন ভিসিটর হত তাহলে সে কিন্তু আপনার ব্লগ সম্পর্কে কিছুই জানতো না তাই সে সহজেই আপনার ব্লগ এ ভিসিট করতে আসতো। আমি কি বুঝিয়েছি আশা করি বুঝেছেন। একটা ব্যাপার সবসময় মনে রাখবেন কোন ভিসিটর কিন্তু আপনার ব্লগ আসতে বাধ্য নয়। একটা উদাহরন দিয়ে বুঝিয়ে দেই। যখন এস এস সি বা এইস এস সি ফলাফল দেয় তখন আমরা অনেকেই ওয়েবসাইট থেকে ফলাফল নেই। কিন্তু তখন ঐ সাইট কি অবস্থা কি থাকে আমার মনে হয় সকলের জানা। কিন্তু কথা হল যতই এই সাইট এর অবস্থা খারাপ হউক বা স্পীড কম থাক আমাদের যদি ফলাফল নিতে হয় বা দেখতে হয় তাহলে এই সাইট থেকেই নিতে হবে তাই আমরা অনবরত চেষ্টা চালিয়ে যাই এই সাইট এ কি করে প্রবেশ করে ফলাফল নিতে। এখনে একটু খেয়াল করুন আমাদের এখানে কোন অপশন নেই কারন ফলাফল যদি নিতেই হয় এখান থেকেই নিতে হবে। কিন্তু ব্লগ এর ক্ষেত্রে দেখুন আমাদের দেশে হাজার হাজার ব্লগ আছে। আপনার ব্লগ এ যদি কেউ না এসে তাহলে তার তেমন কোন যায় আসে না কারন বাকি জেকন ব্লগ থেকে সে তার চাহিদা মেটাতে পারবে তবে আপনার ব্লগ এ যদি সে না আসে আপনার ব্লগ চলবে না। ভাবতে পারেন একজন আপনার ব্লগ এ না আসলে তেমন কিছুই হবে না। আপনি যদি এটা ভাবেন তাহলে ধরা খাবেন ১০০% গ্যারান্টি। যাহোক অনেক কিছু বললাম। কথা হল আপনার সাইট এর স্পীড কি করে বারাবেন এ বিষয়ে লিখতে গেলে অনেক কিছু লিখতে হবে। এ বিষয়ে অনেক টিউন আছে দেখে নিবেন। আমি নিজেই ওয়েবসাইট বা ব্লগ এর স্পীড নিয়ে একটা টিউন করেছি পারলে দেখে নিবেন। যদি দেখতে চান তাহলে এখানেই ক্লিক মারুন।
# ব্লগ এর ডিজাইন ও অনেক কিছু বহন করে। আপনি যে ব্লগ নিয়ে সফলতা আশা করতেছেন তার ডিজাইন অবশ্যই মার্জিত ও রুচিশীল হওয়া বাঞ্ছনীয়। কারন অনেক ভিসিটর এর কাছে ডিজাইন তেমন কোন ফ্যাক্টর না তাদের কাছে কন্টেন্টই প্রধান। যদি আপনার ব্লগ এ কুয়ালিটি সম্পন্ন কন্টেন্ট থাকে তাহলে সে আসবে কিন্তু কেউ কেউ কন্টেন্ট এর সাথে ডিজাইন ও পরখ করে দেখে। তাছাড়া কেউ পছন্দ করুক আর নাই করুক সাইট বা ব্লগ এর ডিজাইন সুন্দর হওয়া দরকার। আমি সুন্দর বলতে ব্লগকে একে বারে বিভিন্ন ধরনের কালার দিয়ে এক জগাখিচুরি মার্কা ডিজাইন এর কথা বলিনি। আমার নিজের মতে, ডিজাইন হওয়া উচিত একেবারে সিম্পল। কারন সিম্পল ডিজাইনই মানুষ বেশি পছন্দ। সিম্পল এর মাঝেই যতটুকু সুন্দর করা যায় ওটাই ভালো। তবে এই সিম্পল ডিজাইন বাক্তি ভেদে ভিন্ন হতে পারে। কারন সবার পছন্দ ও চাওয়া এক না।
# একটা ব্লগ এর অন্যতম প্রধান অংশ হল এর লেখক। তাই সব সময় কি করে তাদের লেখার জন্য অনুপ্রাণিত ও আকর্ষিত করা যায় সে দিকে আপনাকে কড়া নজর রাখতে হবে। আপনি তাদের অনুপ্রাণিত করতে এবং তাদের সম্মানিত করতে আপনার ব্লগ এ সর্বোচ্চ লেখকদের ১০ থেকে ২০ জনের একটা লিস্ট অ্যাড করুন। কারন যারা লেখক তারা চায় যে তাদের যোগ্য সম্মান দেয়া হোক এবং তিনি যে এখানে অনেক কষ্ট করে টিউন করেন সেটা সবাই দেখুক এবং জানুক। সত্যি কথা বলতে যারা নিয়মিত টিউন করেন তারা যখন লিস্ট এ তাদের নাম দেখতে পান আমার মনে হয় নিজেকে অনেক ধন্য মনে করেন এবং অনুপ্রাণিত হন। আমি জানি না আমার এই কথা কতটুকু সত্য তবে সবাই না হলেও অনেকেই চায় লিস্টের সবার প্রথম নামটা যেন তারই হয়। তবে একটা কথা বলি সেটা হল যতই যা করি না কেন একজন লেখকের অবদান কোন কিছুই করে শোধ কড়া যাবে না এবং আমি কোন লেখককে ছোট করার জন্য এগুলো লিখিনি সুধুমাত্র তাদের অনুপ্রাণিত করার জন্য লিখেছি তাই এটাকে কেউ দয়া করে খারাপ ভাবে নিবেন না।
# একজন লেখক লেখক যখন কোন টিউন পাবলিশ করে তখন সে চায় সবাই তাতে কন্ট্রিবিউট করুক। সোজা কথা হল তার টিউন এ যেন সবাই টিউমেন্ট করে বা ভোট দিক। এতে যিনি টিউন লেখেন তিনি অনেক গর্ব অনুভব করেন এবং অনেক অনুপ্রাণিত হন। কিন্তু টিউমেন্ট করলে টিউন এর লেখক রা অনেক অনুপ্রাণিত হন ভালো কথা কিন্তু যারা টিউমেন্ট করবেন তাদের কে অনুপ্রাণিত করবে তাই তাদের কে অনুপ্রাণিত করতে সর্বোচ্চ টিউমেন্টকারীদের একটা লিস্ট এবং কি টিউমেন্ট করেছে সেগুলর সর্বশেষ কিছু টিউমেন্ট আপনার ব্লগ এ অ্যাড করুন। এতে সবাই কিছুটা হলেও আগ্রহী হবে।
# ভিসিটররা যাতে করে বেশি বেশি আপনার ব্লগ এ অংশগ্রহন করতে পারে সে ব্যাবস্থা করুন। উদাহরন স্বরূপ বলা যেতে পারে পোল সিস্টেম, লাইক এর সিস্টেম বা ভোট এর সিস্টেম অ্যাড করতে পারেন। এতে ভিসিটরদের আগ্রহ কিছুটা হলেও বারতে পারে।

এতক্ষণ ধরে যা লিখলাম তা আমার সামান্য অভিজ্ঞতার আলোকে নিজস্ব মতামত। কোন ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দিবেন। যাতে সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি সে জন্য দোয়া করবেন।

 

প্রকাশনায় অ্যানিটেক।। প্রথম প্রকাশের লিঙ্ক। এরকম আরও ভালো ভালো টিপস পেতে একবার হলেও ঘুরে আসুন অ্যানিটেক থেকে অথবা জয়েন করুন অ্যানিটেকের ফেসবুক পেজ এ।

Level 0

আমি মোঃ আতিকুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: https://anytechtune.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লিখেছেন কিন্তু ছবি যুক্ত করলে আর ভাল হত

Level 4

ভাল লেগেছে / ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ