ফ্রিতে নিজেই তৈরী করুন একটি সাইট (ওয়ার্ডপ্রেস আপলোড )

সাবাই কেমন আছেন? আসা করি ভালো আছেন। আমি এর আগেও ফ্রিতে সাইট তৈরী করা সর্ম্পকে আরও দুইটা পোষ্ট করেছিলাম, আমার এই পোষ্টি পড়ার আগে দয়া করে আগের তিনটা বেশ ভালো করে পড়ে নিন। ( যারা পড়েন নি )
১. ফ্রিতে নিজেই তৈরী করুন একটি সাইট
২. ফ্রিতে নিজেই তৈরী করুন একটি সাইট ( হোস্টিং নেওয়া )
৩. ফ্রিতে নিজেই তৈরী করুন একটি সাইট ( ডোমেইন এড )
এভার তাহলে শুরু করা যাক....
প্রথমেই এখান থেকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করুন তারপর বাইটহোষ্টে আপনার একাউন্টে লগইন করুন। তারপর ভিসতা পেনেলে লগইন করুন ( ইউজারনেম পাবেন বাইটহোষ্ট থেকে ডাউনলোড করা সেই পিডিএফ ফাইলে যেখানে লেখা থাকবে Cpanel Username (FTP/SQL): এখানে আপনার ইউজারনেম থাকবে)। MySQL Databases এ ক্লিক করুন।

বাকিটা এখানে

Level 0

আমি অদ্ভুত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এভাবে নিজের সাইটের বিজ্ঞাপন না দিললেই কি নয়???????????

    আপনাদের আমন্তন্য করার জন্য একটু এই কজটা করলাম আরকি……. মাইন্ড খাইয়েননা ভাই…..

প্রিয়তে রাখলাম ।বাকীটাও এখানে নিয়ে আসলে ভাল হত।

    প্রিয়তে রাখলেন ভাল তবে লিংক তো আছেই, এখানে আনতে হবে কেন?

    কারন সবটুকু একজায়গায় থাকলে সৌন্দর্য্যটা বারে তাই নয় কি।

Level 0

ওয়ার্ডপ্রেস আপলোড করার পর কন্ট্রলপ্যানেল থেকে থিম বা অন্যকিছু আপলোড করার সময় এফ.টি.পি সার্ভার এর সাথে কানেক্ট হতে পারছে না। প্রতিবারই বলে ভুল সেটিং। একই সেটিং দিয়ে আবার ফাইলজিলাতে কাজ করা যাচ্ছে। এই সমস্যার কারনে আমি আমার ব্লগএ কোন থিম আপলোড বা ছবি এটাচ করতে পারছি না। এমনকি ওয়ার্ডপ্রেস আপডেটও করতে পারছি না। ফোলডার এর পারমিশন সব ৭৭৭ এ দেয়া আছে, তার পরও সমস্যা হচ্ছে। সমাধান পেলে উপকৃত হবো।

    আপনি ফাইলজিলা আনইনিস্টল করে আবার ইনিস্টল করুন, না হলে বাইট-এ নতুন একটা একাউন্ট খুলুন।