যেকোন ওয়েব পেজের সম্পূর্ণ স্ক্রিনশট নিন অনলাইনে কোন প্রকার সফটওয়্যার ছাড়াই!

আমাদের প্রায়ই বিভিন্ন সাইটের স্ক্রিনশট নিতে হয়। কিন্তু কম্পিউটারে যদি স্ক্রিনশট নেয়ার কোন সফটওয়্যার না থাকে? তাহলে নিশ্চয়ই কী-বোর্ডর prt sc বাটনটি চেপে স্ক্রিনশট নিবেন? কিন্তু যদি একটি ওয়েব পেজের এ মাথা থেকে শেষ মাথা স্নাপশট নিতে চান? তাহলেই আপনার কেরামতি শেষ। এজন্যই তো ভাই রয়েছে অনলাইন টুলস। আবারো হাজির এক অনলাইন টুলস নিয়ে। টুলসটির নাম Web Capture। এই টুলসটির মাধ্যমে আপনি যেকোন ওয়েব পেজের ফুল স্ক্রিনশট নিতে পারবেন অনলাইনেই অর্থাৎ মনিটরের পর্দায় যতটুকু দেখা যায় সেইটুকু নয় পুরো ওয়েবপেজটাই! নেই কোন সফটওয়্যার ডাউনলোডের ঝামেলা। শুধু কাঙ্ক্ষিত ওয়েব পেজের লিংক বসিয়ে সাবমিট করলেই পেয়ে যাবেন স্ক্রিনশট। আরেকটি বিশেষ বিশিষ্ট হল আপনি স্ক্রিনশট নিতে পারবেন বেশ কয়েকটি ফরম্যাটে। যেমনঃ JPEG, PDF, TIFF, BMP, PNG, PS, SVG । তবে এখন জেনে নেই কিভাবে আপনি স্ক্রিনশট নিতে পারবেন অনলাইনে।
  • প্রথমে ভিজিট করুন Web-Capture.Net
  • নিচের ছবির মত Enter the URL of the page you want to capture ঘরে আপনি যে ওয়েব পেজের স্ক্রিনশট নিতে চান তার লিংক বসিয়ে দিন।

  • ডানপাশে Choose the file format you want থেকে কি ফরম্যাটে স্ক্রিনশট নিতে চান তা সিলেক্ট করে দিন।
  • সবশেষে Capture Web Page বাটন ক্লিক করুন।
  • কিছুক্ষনের মাঝেই চলে আসবে সেই ওয়েব পেজের স্ক্রিনশট। এখন চাইলে সেটি ডাউনলোড করে নিতে পারবেন।

আমার ব্লগ সাইট থেকে ঘুরে আসতে পারেন যদি হাতে সময় থাকে। আর মতামত কিন্তু দিতে ভুলবেন না। লাইক দিতে পারেন আমার ফেসবুক পেজ -এও।

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

মারুফ, download করব কিভাবে? একটা link দেওয়ার পরে তো এই লেখা আসে ‘Your link is currently waiting for an available resource on our server to process it.
Your link is the next to be processed.’

    ভাই আসলে দুঃখিত এই সমস্যার কারণে। আমি যখন স্কেইনশট নিছিলাম তখন একমন সমস্যা হয়নি, এখুন আবার চেক করলাম আর আপনার সমস্যাটি বুঝতে পারলাম। সাইটটা আসলে ফ্রি এবং বেটা ভার্সন হওয়ায় খুব চাপ থাকে। আপনি সাবমিট করার সাথে সাথে ফলাফল পাবেন না যদি সাইট সার্ভারে চাপ থাকে। আমি প্রায় ৪ মিনিট পর ফলাফল পেলাম। আর ওখানে বলে দেয় কয়টা লিংক কাজ চলছে আর কতক্ষণ পর আপনার কাজ হবে। যেমনঃ Your link is currently waiting for an available resource on our server to process it.
    There are currently 8 links to be processed before yours.

Level 2

good but not working

    @zubaer1995: 100% Working. Please Try Again.
    আমি কখনও কিছু চেক না করে টিউন করিনা। আমি কয়েকটা স্ক্রিনশট নিয়ে তারপরই টিউন করলাম।

ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য ।

মারুফ ভাই, এর ছেকে “Fireshot” add-on টি ব্যবহার করেন। Mizilla and Chrome এ কাজ করে। আর ওনেকটা Lightshot এর মতো।

অনেক দরকারি একটা টুল। শেয়ার করার জন্য ধন্যবাদ।

KAJ KORE KINTU BANGLA FRONT DEKHA JAY NA …