দেখে নিন অনেক বড় ওয়েবসাইট লিঙ্ক ছোট করার জনপ্রিয় ৫ টি মাধ্যম। সাথে কীভাবে করবেন?!

অনেক সময় আমাদের ওয়েবসাইট লিঙ্ক শেয়ার করার প্রয়োজন পড়ে।

কিন্তু কিছু কিছু লিঙ্ক এত বড় থাকে যে শেয়ার করতে ঝামেলা হয়।

এজন্য লিঙ্ক ছোট করার প্রয়োজন পড়ে। দেখে নিন কীভাবে লিঙ্ক ছোট করেবেন।

কীভাবে-

প্রথমে নিচে উল্লিখিত ওয়েবসাইটগুলা ভিজিট করুন।

তারপর নিচের ছবির মত অপশনে আপনার বড় ওয়েবসাইট লিঙ্ক টি প্রবেশ করান।

তারপর Shorten URL এ ক্লিক করুন।

তারপর ডান সাইটে শর্ট URL পাবেন।

ওয়েবসাইট লিঙ্ক ছোট করার জনপ্রিয় ৫ টি সাইট-

আশা করি লিঙ্ক শর্ট করতে আর ঝামেলাই পড়বেন না।

তারপরও সমস্যাই পরলে আমাকে জানাতে ভুলবেন না।

ফেসবুকে Pending ফ্রেন্ড রিকুয়েস্ট কানসেল করতে চাইলে বা  Pending ফ্রেন্ড রিকুয়েস্ট কত জন দেখতে চাইলে এই টিউনটি দেখতে পারেন। 

ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

tnx
jodio jantam 🙂

Level 0

ধন্যবাদ