নির্ধারিত সময়ে কম্পিউটার শাটডাউন করুন কোন সফটওয়্যার ছাড়া

সবাইকে স্বাগতম আমার দ্বিতীয় টিউনে। 😈

আজ আমি আপনাদের দেখাব কিভাবে কোন ধরনের সফটওয়্যার ছাড়াই উইন্ডোজে টাইমার সেট করে অটোমেটিক শাটডাউন করা যায়। এই ট্রিকটি হয়ত অনেকেই আগে থেকেই জানেন।কিন্তু যারা জানেন না তাদের জন্য এটি অনেক বেশি কাজের। ধরুন আপনি কোন বড় ফাইল ডাউনলোড করছেন। এখন আপনি চাচ্ছেন যে ঠিক ৩০ মিনিট পর আপনার পিসি শাটডাউন হবে। তখন আপনার এই ট্রিকটি কাজে লাগবে। চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। 😆

Step-1: Windows+R চাপুন

Step-2: এবার এই কমান্ড টি লিখুন shutdown -s -t 1800

এরপর দেখবেন এমন একটি মেসেজ এসেছে।

আর শাটডাউনের সময় একটি ওয়ার্নিং বক্স আসবে এরকম

এখানে shutdown -s হল শাটডাউন কমান্ড এবং -t দিয়ে টাইম বুঝানো হয়েছে। আর 1800 হল ১৮০০ সেকেন্ড বা ৩০ মিনিট। অর্থাৎ এই কমান্ড টি দিয়ে আপনি উইন্ডোজকে নির্দেশ দিয়েছেন যাতে কম্পিউটার ৩০ মিনিট পর শাটডাউন হয়। আপনি ১৮০০ এর জায়গায় নিজের ইচ্ছামত টাইম বসিয়ে দিতে পারবেন।তবে অবশ্যই মনে রাখবেন টাইম ফরম্যাট হবে সেকেন্ডে।

আপনি যদি শাটডাউন ক্যান্সেল করতে চান তাহলে Run এ গিয়ে নিচের কমান্ডটুকু লিখুন।
shutdown -a

তাহলে নিচের মেসেজটি দেখবেন।

আরও একটি পদ্ধতি আছে। সেটা হল CMD দিয়ে।

১.Windows+R চাপুন

২.cmd লিখে রান করুন।

৩.এখন CMD মেনু ওপেন হবে।

আগের মতই লিখুন

shutdown -s -t 1800 -c "Bye Bye..Baby!"

লক্ষ্য করুন এখানে -c "Bye Bye..Baby!" আমার নিজের অ্যাড করা। এর ফল হবে নিচের মত।

আপনারা চাইলে " " এর ভিতরে আপনাদের নিজেদের মনের মাধুরী মিশিয়ে যে কোন কিছু লিখতে পারবেন। 😆

আজ আর না। আর হ্যাঁ এইটা দিয়ে আপনি যে কাউকে ভোগাতেও পারবেন। এটা নিয়ে পরবর্তীতে আমার টিউন করার ইচ্ছা আছে। 😈

আশা করি সেই পর্যন্ত ভাল থাকবেন।
ফেসবুকে আমি

Level 2

আমি শাহরিয়ার হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 145 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

greAT!! much needed for me

Level 0

hala, tr baper name niya switch off kore de, bondho hoye jabe 😛

Level 0

vai, amr cmnt tar jonno sorry, ami vabcilam tune ta amr akta frnd er, i’m very sorry

এটাই খুজছিলাম 🙂 । ধন্যবাদ শেয়ার করার জন্য 🙂 😛

http://www.drivermagician.com/AutoShutdown.exe
এইটা ব্যবহার করতে পারেন জোস একটা সফটওয়্যার ।

Level 0

ধন্যবাদ