এডাল্ট সাইট বিড়ম্বনা, একটি ছোট্ট সমাধান

ইন্টারনেট বর্তমান যুগের একটি অবধারিত অঙ্গ। কিন্তু এর অনেক ক্ষতিকারক দিকের ভিতরে ১টি হোল এডাল্ট সাইট। এখন এর জন্য সমাজে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে। আপনি হইত এই সাইট গুল বন্ধ করতে পারবেন না কিন্তু দেখা তো বন্ধ করতে পারেন। 😎  যদিও এইটা একটি নেসার মত তাই কিছুটা সাপোর্ট না হলে অনেক সময় বাদ দেওয়া সম্ভব হয়না।  😈

আবার আপনি হয়ত এডাল্ট সাইটে ঢুকছেন না, কিন্তু আপনার পিছি থেকে যদি অন্নরা ঢুকে বা অফিসে যদি এডাল্ট সাইট সহ ফেসবুক, টুইটার বা যেকোনো সাইট বন্ধ করতে চান তা হলে কি করবেন?  😯

সেক্ষেত্রে আপনার পিছি থেকে মোজিলা ফায়ারফক্স ছাড়া অন্য ব্রাউজার হটিয়ে ফেলুন। 😕  কেননা আমার কাছে অন্য ব্রাউজারের সমাধান নেয়। আপনি ফায়ারফক্এক্সের জন্য এখান থেকে ১টি প্লাগইন্স ডাউনলড করুণ। তারপরে অপশন থেকে পাসওয়ার্ড সেট করুণ। জাতে জেকেও অ্যাপ টি বন্ধ করতে না পারে। তার পরে সাইট ব্লক অপশনে গিয়ে কিছু সাইটের ঠিকানা দিয়ে দিন। তার পরে ওয়ার্ড ব্লক অপশনে গিয়ে কিছু ওয়ার্ড লিখুন, তাহলে ওই ওয়ার্ড রিলেটেড সাইট গুল ব্লক হয়ে যাবে। আপনার কাজ শেষ। সাইট সব ব্লক হয়ে গেল।  😆

আসা করি উপকারে আসবে এই প্লাগইন্সটি। আমার লিখা ভালো লাগলে ঘুরে আসুন আমাদের নিউজ সাইট থেকে।  😎

Level 0

আমি Saieduzzaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই Google Chrome এর জন্য কিছু দেন।

    Sorry vai, apatoto Google cromer jonno jothesto nirvorjoggo kichu painai…

ER THEKE K9 USE KORUN .onek valo.