সাবাই কেমন আছেন? আসা করি ভালো আছেন। আমি এর আগেও ফ্রিতে সাইট তৈরী করা সর্ম্পকে আরও দুইটা পোষ্ট করেছিলাম, আমার এই পোষ্টি পড়ার আগে দয়া করে আগের দুইটা বেশ ভালো করে পড়ে নিন। ( যারা পড়েন নি )
১. ফ্রিতে নিজেই তৈরী করুন একটি সাইট
২. ফ্রিতে নিজেই তৈরী করুন একটি সাইট ( হোস্টিং নেওয়া )
এভার তাহলে শুরু করা যাক....
আমরা যে ডোমেইন এবং হোষ্টিং নিলাম তা এখন এড করব।
প্রথমেই বাইটহোষ্টে আপনার একাউন্টে লগইন করুন। তারপর ভিসতা পেনেলে লগইন করুন ( ইউজারনেম পাবেন বাইটহোষ্ট থেকে ডাউনলোড করা সেই পিডিএফ ফাইলে যেখানে লেখা থাকবে Cpanel Username (FTP/SQL): এখানে আপনার ইউজারনেম থাকবে)। পাশাপাশি co.cc তে আপনার একাউন্টে প্রবেস করুন। এবার বাইটহোষ্টের ভিসটা পেনেল থেকে Addon Domains এ ক্লিক করুন।
এখানে আপনার ডোমেইনটি লিখুন এবং Add Domain ক্লিক করুন, নিচের ns1.byet.org, ns2.byet.org, ns3.byet.org, ns4.byet.org, ns5.byet.org. গুলোও কাজে লাগবে তাই সংগ্রহে রাখুন।
co.cc তে আপনার একাউন্টে লগইন করার পর Domain Settings এ ক্লিক করুন এবং আপনার ডোমেইনটিতে ক্লিক করুন।
এবার Set up ক্লিক করুন।
1.Name Server এর সামনের রেডিও বাটনে ক্লিক করুন। এবং [+Add More Name Servers] ক্লিক করুন আগের দুইটা বক্স সহ মোট পাচটা বক্স আনুন। এবার বক্সগুলোতে পর্যায়ক্রমে [ ns1.byet.org, ns2.byet.org, ns3.byet.org, ns4.byet.org, ns5.byet.org ] এগুলো লিখুন। এবার Set up এ ক্লিক করুন।
Ok করুন।
এবার আপনার সাইটি পরিদর্শন করুন। যদি কোন লেখা বা ছবি আসে তহলে মনে করবেন আপনি ঠিকভাবে ডোমেইন এড করেছেন।
টিউনটি বেশ কয়েক ঘন্ট আগে আমার সাইটে প্রকাশিত
আমি অদ্ভুত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন পোস্ট ……… আপনাকে অনেক ধন্যবাদ ভাই ………….