বাসাবাড়িতে বা কোন গ্রাহক যতটুক ইলেকট্রিক্যাল এনার্জি ব্যাবহার করে এনার্জি মিটার তা KWH(কিলো ওয়াট আওয়ার) এ পরিমাপ করে। 1 KWH = 1 unit. যার উপর ভিত্তি করে বিল আসে আর আমাদের পরিশোধ করতে হয়।
মাসিক Electric Bill বের করতে হলে আমাদের জানতে হবে,
i) লোডগুলোর (ফ্যান, লাইট, ফ্রিজ, এসি, কম্পিউটার, টিভি, আইরন...ইত্যাদি)watt । watt সাধারনত লোডের গায়েই লেখা থাকে।
ii) লোডগুলো দিনে গড়ে কত সময় চলে। {সব বাদ দিলাম কিন্তু আমার মত কম্পিউটার পাগলাদের কম্পিউটার কত সময় চলে......... 😛 😛 😛
iii) বিভিন্ন ধরনের লোডগুলো কতটি করে আছে।
iv) আপনার এলাকার পাওয়ার ডিসট্রিবিউটিং কোম্পানীর প্রতি ইউনিটের দাম (যা স্টেপভেদে আলাদা, যেমন ০-৭৫ ইউনিটের জন্য ৩.৩১/=, ৭৫-২০০, ২০০-৪০০ বা ৪০০-৭০০ প্রতি ইউনিটের দাম আলাদা), ডিমান্ড চার্জ, সারভিস চার্জ (যা আপনার বাসার পুরাতন ইলেকট্রিক বিলে আছে), ভ্যাট কত ℅।
আর মাস ৩০ দিনে। এখন দেখা যাক... [AA* এর জায়গায় লাইট/ফ্যান বা অন্যান্য লোডের watt বসিয়ে দিন]
AA* watt এর ৬ টি লাইটের লোড = AA* × ৬ × ঘন্টা = watt Hour
AA* watt এর ৪ টি ফ্যানের লোড = AA* × ৪ × ঘন্টা = watt Hour
AA* watt এর ২ টি কম্পিউটার লোড = AA* × ৬ × ঘন্টা = watt Hour
AA* watt এর ১ টি আইরনের লোড = AA* × ৬ × ঘন্টা = watt Hour
AA* watt এর ২ টি এসি লোড = AA* × ৬ × ঘন্টা = watt Hour
মোট = watt Hour
=(মোট watt Hour ÷ ১০০০ × ৩০দিন) ১ মাসে বাবহৃত Kilo Watt Hou
= KWH [১ মাসে বাবহৃত KWH]
= KWH [১ মাসে বাবহৃত KWH]× প্রতি ইউনিটের দাম
= টাকা [ এটাই আপনার মাসিক নিট বিল]
আর, ভ্যাট এর পরিমান হবেঃ আপনার মাসিক নিট বিল × ℅ ভ্যাট
= মোট ভ্যাট
ব্যাস, এখন শুধু আপনাকে : আপনার মাসিক নিট বিল + ডিমান্ড চার্জ + সারভিস চার্জ+ মোট ভ্যাট
= Amount to be paid পেয়ে যাবেন।
আমি মেহেদী জাহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
khob valo loglo. stay this