নিজের বাসার মাসিক Electricity Bill কত হতে পারে ! এবার নিজেই বের করে ফেলি।

বাসাবাড়িতে বা কোন গ্রাহক যতটুক ইলেকট্রিক্যাল এনার্জি ব্যাবহার করে এনার্জি মিটার তা KWH(কিলো ওয়াট আওয়ার) এ পরিমাপ করে। 1 KWH = 1 unit. যার উপর ভিত্তি করে বিল আসে আর আমাদের  পরিশোধ করতে হয়।

মাসিক Electric Bill বের করতে হলে আমাদের জানতে হবে,

i)  লোডগুলোর (ফ্যান, লাইট, ফ্রিজ, এসি, কম্পিউটার, টিভি, আইরন...ইত্যাদি)watt । watt সাধারনত লোডের গায়েই লেখা থাকে।

ii)  লোডগুলো দিনে গড়ে কত সময় চলে। {সব বাদ দিলাম কিন্তু আমার মত কম্পিউটার পাগলাদের কম্পিউটার কত সময় চলে......... 😛 😛 😛

iii)  বিভিন্ন ধরনের লোডগুলো কতটি করে আছে।

iv)  আপনার এলাকার পাওয়ার ডিসট্রিবিউটিং কোম্পানীর প্রতি ইউনিটের দাম (যা স্টেপভেদে আলাদা, যেমন ০-৭৫ ইউনিটের জন্য ৩.৩১/=, ৭৫-২০০, ২০০-৪০০ বা ৪০০-৭০০ প্রতি ইউনিটের দাম আলাদা), ডিমান্ড চার্জ, সারভিস চার্জ (যা আপনার বাসার পুরাতন ইলেকট্রিক বিলে আছে), ভ্যাট কত ℅।

আর মাস ৩০ দিনে। এখন দেখা যাক... [AA*  এর জায়গায় লাইট/ফ্যান বা অন্যান্য লোডের  watt বসিয়ে দিন]

AA*  watt এর ৬ টি লাইটের লোড   = AA*   × ৬ × ঘন্টা     =      watt Hour

AA*  watt এর ৪ টি ফ্যানের লোড    = AA*  × ৪ × ঘন্টা      =      watt Hour

AA*   watt এর ২ টি কম্পিউটার লোড = AA*  × ৬ × ঘন্টা  =      watt Hour

AA*   watt এর ১ টি আইরনের লোড  = AA*  × ৬ × ঘন্টা   =      watt Hour

AA*  watt এর ২ টি এসি লোড        = AA*  × ৬ × ঘন্টা     =      watt Hour

                                                                                                     মোট =      watt Hour

                        =(মোট watt Hour ÷ ১০০০ × ৩০দিন) ১ মাসে বাবহৃত Kilo Watt Hou

                          =       KWH [১ মাসে বাবহৃত KWH]

                         =       KWH [১ মাসে বাবহৃত KWH]× প্রতি ইউনিটের দাম

                          =          টাকা [ এটাই আপনার মাসিক নিট বিল]

আর, ভ্যাট এর পরিমান হবেঃ    আপনার মাসিক নিট বিল ×   ℅ ভ্যাট

=     মোট ভ্যাট

ব্যাস, এখন শুধু আপনাকে :  আপনার মাসিক নিট বিল + ডিমান্ড চার্জ + সারভিস চার্জ+    মোট ভ্যাট

=          Amount to be paid পেয়ে যাবেন।  

Level 0

আমি মেহেদী জাহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

khob valo loglo. stay this

Level 0

কি দিলেন বুঝলাম না

সাধারনত ল্যাপটপ, ডেস্কটপ, টিভি ফ্রিজ এর ওয়াট কত হয়? জানাতে পারবেন কি?

    Level 0

    @তাজুল ইসলাম: Laptop 60-65Watt, TV 21 Inch colour 85 Watt, Desktop 350-500Watt, Refrigerator 130-170Watt, Fan(Bangladesh) 80Watt. Normally Ei gulo emon e hoy but exceptional to ache-e.

Level 0

কোন জিনিস কতটুকু watt নরমাল ভাবে ব্যাবহার করে, সেটার একটা তালিকা দিলে পোস্টটি আরো ভালো হতো।

ল্যাপটপ, ডেস্কটপ, টিভি ফ্রিজ এর ওয়াট বিভিন্ন হওয়ার কারনে নির্দিষ্ট করে উল্লেখ করা যায় না। ওয়াট সাধারনত ল্যাপটপ, ডেস্কটপ, টিভি ফ্রিজ এর পেছনের দিকে উল্লেখ থাকে। একটু কষ্ট করে দেখে নিবেন।

Level 0

ধন্যবাদ!

Vai Graphics card chara akta desktop pc te koto watt current khoroch hoy ???

    Level 0

    @চিন্ময় সরকার: 350-400 Watt

😮 বিরাট ভেজাল

    Level 0

    @Technology Pagol: Ekdom simple. W=PT/100 Ei formula apply koren. W=Watt, P=power, T=used time.

    Level 0

    @Technology Pagol: Sorry, W=PT/1000 hobe

ধন্যবাদ ইমরান ভাই। আসলেঃ E=PnT×Days [P=watt, n= number of loads, T=Average time Days=30].
আর বিষয়টা একেবারেই জটিল না।