আপনার পিসিতে এক ক্লিকেই তৈরী করুন শত শত ফোল্ডার কোন কোডিং ঝামেলা ছাড়াই


আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই?
টেকটিউনসে আমার যাতায়াত অনেকদিন থেকে তবে এত বড় বড় বসের মধ্য টিউন করতে সাহস পাই না তবুও আজ বুকে জোর করে,করে ফেল্লাম।আমি ক্ষুদ্র একজন টিউনার তাই অতি ক্ষুদ্র একটা টিপস দিতাছি। আমাদের অনেক সময় বাড়িতে বা অফিশিয়াল কাজে কম্পিউটারে একসাথে অনেক ফোল্ডার তৈরী করার প্রয়োজন পরে।যেমন আপনার পড়াশুনার ক্ষেত্রে সবগুলা বিষয়ের নাম একে একে লিখে তাতে পিডিএফ রাখবেন।

আমরা সাধারনত মাউসের Right বাটনে ক্লিক করে New থেকে ফোল্ডার তৈরী করি।কিন্তু একসাথে অনেক গুলা ফোল্ডার তৈরী করার ক্ষেত্রে যখন এটা করতে যাব তখন এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার হবে। অফিশিয়াল কাজে যখন সকল কর্মচারির জন্য আলাদা আলাদা ফোল্ডার তৈরী হয় তখন কি এতগুলা ফোল্ডার এত সময় ভরে করা সম্ভব...? এতে আমাদের শ্রম,সময়,বিদ্যুত সবই নষ্ট হয়।
তবে এর থেকে কি উত্তরনের কোনই পথ নেই...? হ্যা আছে।বিশ্বের সব থেকে সহজ পদ্ধতিতে আপনি খুব সহজেই এটা করতে পারেন। প্রথমেই বলে রাখি এটা কোন কোডিং এর কাজ নয়। চলুন দেখে নেয়া যাক কি কি দরকার হবে। বিশ্বের সবচেয়ে সহজ নিয়মে মূহুর্তেই তৈরী করুন হাজার/শত/কোটি ফোল্ডার [PC]

♦কম্পিউটারের নোটপ্যাড।
♦আপনার নাম ইংরেজীতে লেখার সময় ব্যবহৃত md. [ছোট হাতের]
চলুন এবার কর্মপযার্য় দেখে নেয়া যাক।
♦ প্রথমেই আপনার পিসির নোটপ্যাড [Start menu>accesories>notpad] ওপেন করুন।
♦ এবার কোন স্পেস না দিয়ে লিখুন md. [এমডিডট]
♦ এবার যে নামে ফোল্ডার গুলো তৈরী করবেন সেগুলো একটা করে স্পেস দিয়ে
লিখুন। [Md. RONY REAZ REAZUL ROKY RANA JUWEL ROMAN]
মনে রাখবেন শুধু একটাই স্পেস ব্যবহার করবেন ফোল্ডারের নামগুলির মাঝে।
♦ এবার ফাইল থেকে সেভ এ ক্লিক করুন।[File>Save]
এখন যেখানে এই ফোল্ডারগুলো তৈরী করবেন সেটা সিলেক্ট করুন।
যেমন ডেক্সটপে করতে চাইলে ডেক্সটপে C ড্রাইভে করতে চাইলে C ড্রাইভে ইত্যাদি।
♦ এখন আসল কাজ ফাইলটার নামের শেষে [FILE NAME]
দেখুন .txt আছে আপনি .txt কেটে দিয়ে .bat দিবেন।
♦ এবার সেভ বাটনে ক্লিক করুন।
♦ নোটপ্যাড কেটে দিয়ে যেখানে ফাইলটা সেভ করলেন সেখানে যান।
♦ এবার ঐটার উপর ডাবল ক্লিক করুন।
আর যাদু দেখুন যতগুলো নাম দিয়েছিলেন ঠিক ততগুলো ফোল্ডারই তৈরী হয়ে গেছে।
||কোন সমস্যা হলে অবশ্যই কম্মেন্ট করে জানাবেন আর পোষ্টে কোন ভূল ত্রুটি
হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন||
ধন্যবাদ

Level 2

আমি রিয়াজুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hello there..!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শুনে খুব ভাল লাগলো । সুন্দর টিপস টি দেওয়ার জন্য ধন্যবাদ ।

Level 2

Ur Most Welcome@ shohag

nice tune. Code likha file soho upload dile aro valo hoto.

অনেক আগের । তাও জানানোর জন্য ধন্যবাদ । 🙂

ফাইন

Level 2

Thanks u all for yours Cmmnts

কাজের টিপস ।