লেখালেখি করতে কম বেশি সবাই পারে এবং অনলাইন এ কাজের কথা আসলে সবার প্রথমে মাথায় আর্টিকেল লেখার কথাটা সবার মাথায় আসে। আমি আর্টিকেল লেখা নিয়ে কিছু কথা আপনাদের জানাই জা আপনাদের এই বেপারে উতসাহি করবে বলে আমি আশাবাদি।
ধাপঃ১
যখন আমরা আর্টিকেল লিখব আমাদের সবচেয়ে প্রথম যে বেপারটা মাথায় রাখতে হবে সেটা হল আমরা যে বিষয় আর্টিকেল লিখব সে বেপারে client কি এর কাছ থেকে সঠিক ইনফর্মেশন নিতে হবে।
ধাপঃ২
আর্টিকেল লেখার ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটা হল keywords.
কিছু keywords থাকে সেগুলো মাথায় রাখতে হবে এবং আর্টিকেল লেখার সময় সেগুলো একাধিকবার বেবহার করতে হবে।
আপনাদের সুবিধারতে আমি কিছু keyword list দিচ্ছি।
1. Evolution approach 2. Prospective approach 3. Interview approach 4. Review approach 5. Feature approach 6. Benefit approach 7. Negatively affected approach 8. Tech angle approach 9. Newbie angle approach 10. Expert approach
উপউক্ত keyword থেকে একটি বাছাই করুন এবং headline হিসেবে বেবহার করুন। একটা বেপার মনে রাখবেন keyword একটি আর্টিকেল আ একাধিকবার বেবহার হবে।
ধাপঃ৩
আর্টিকেল লেখা খুব সহজ বলে কাজটি সবাই করতে চায়। কিন্তু আর্টিকেল লেখার বেপারে খুব গুরুত্বপূর্ণ হল আর্টিকেল তা খুব সহজ ভাষায় লেখা। কি নিয়ে আর্টিকেল লেখা হচ্ছে , সেখানে উল্লেখিত বেপারগুলো পরা মাত্র যেন সবাই বুঝতে পারে সেদিকে নজর দিলে আর্টিকেল উচ্চ মানসম্পন্ন হয়।
ধাপঃ৪
আপনার আর্টিকেল তখনই সবাই পছন্দ করবে যখন সেটা কিছুটা বেতিক্রম হবে। আর্টিকেল কখনই copy করা যাবে না আর্টিকেল copy করলে client আপনাকে দ্বিতীয়বার কাজ দিবেনা। এছাড়া আর্টিকেল লেখার সময় পয়েন্ট আকারে লিখলে তা বেশি বোধগম্য এবং সুন্দর দেখায়।
ধাপঃ৫
আর্টিকেল লেখা সুরু করার পুরবে আপনি নেট থেকে প্রয়জনিও তথ্য জগার করে নিন এবং গুরুত্তপুরন তথগুলো নোট করুন। নেট আ আর্টিকেল পাওয়া যায় অসংখ্য সেগুল পরুন এবং আপনি কিভাবে আর্টিকেল লিকবেন তা নিজে ঠিক করে ফেলুন। আর্টিকেল এর শুরুতা খুব এ আকর্ষণীয় করে লিখুন,যেন তা পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। কখই আর্টিকেল এ আপনি নতুন অথবা ক্ষমা প্রার্থী এই ধরনের কথা লিখবেন না। আই ধরনের কথা আপনার বেপারে negative ধারণা দিতে পারে।এই বেপারগুলতে সছতন থাকুন। আর্টিকেল এর যে কিছু সাধারন প্রশ্ন মানুসের মনে আস্তে পারে সেগুলোর উত্তর লিখুন এবং সুন্দর ও বোধগম্য চিত্র বা ছবি বেপহার করুন। তা আর্টিকেল এর সৌন্দর্য বৃদ্ধি করবে।
আর্টিকেল লেখা সাস করে নিজে কম পক্ষে ২ থেকে ৩বার পরুন। আর্টিকেল বার বার পরলে grammar বেপারে আপনার সঠিক ধারণা হবে। প্রফেশনাল হতে হলে আপনার কমপক্ষে ৫বার আর্টিকেল লিখতে হবে।
ধাপঃ৬
ভাল আর্টিকেল লিখতে চাইলে অবশ্যই আপনাকে ভাল ইংরেজি বলতে এবং লিখতে পারতে হবে। ইংরেজিতে নিজের দক্ষতা বারাতে প্রতিনিওত ইংরেজি পরার চেষ্টা করুন।ইংরেজি সংবাদ এবং সিনেমা দেখুন। ইংরেজি ভকাবলারি রিচ করে দেখুন। রিচ করা নতুন শব্দ এবং শব্দের অর্থর সাথে পরিচিত হন।
পরবর্তী পোষ্ট এ আরও আলোচনা হবে আমাদের সাথে ই থাকুন।
ফ্রী Defraggler ডাউনলোড করে নিতে পারেন আপনার পি সি পার্টিশন এর খোজ খবর রাখতে আর হার্ডডিস্ক ক্রাশ থেকে মুক্তি পেতে
Free Latest Defraggler Download
পোস্ট টি প্রথম প্রকাশিত হয় - আমার ব্লগ এ ভিজিট করে আসতে পারেন নতুন ব্লগ আশাকরি আরও ভাল কিছু আপনাদের সাথে শেয়ার করবো।
আমি সাইয়েদ সিরাত উল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
we are a web developer and a social promoting company in Mymensingh, wanna give mymensingh Best service ever..