লগ-অনের সময় প্রিয়জনের ছবি

নেটওয়ারকে থাকা কমপিউটারে কাজ শুরু করতে লগ-অন করতে হয়। এ কথা অজানা নয়। প্রতিবার লগ-অনের আগে প্রিয়জনের ছবি ইচ্ছা করলেই দেখা যায়। এটি কিন্তু ডেস্কটপের ওয়ালপেপার নয়। এটি করতে চাইলে

  • Start/Run-এ গিয়ে regedit লিখে Enter দিয়ে Registry Editor খুলুন।
  • বাম পাশের প্যানেল থেকে HKEY_USERS\DEFAULT\Control Panel\Desktop-এ যান।
  • ডান প্যানেলে রাইট ক্লিক করে New>String Value নিন। এর নাম দিন Wallpaper ।
  • এতে ডাবল ক্লিক করে Edit String উইন্ড আনুন। Value Data-তে ছবিটির পুরো স্থান লিখে দিন। যেমন :- C:\ihfarid\My Documents\ihfarid's Pictures\weall । ছবিটি অবশ্যই *.bmp ফরম্যাটে হতে হবে। *.jpg ফরম্যাটের হলে অ্যাডবি বা ছবি সম্পাদনের সফটওয়ার দিয়ে *.bmp ফরম্যাট করে নিন।
  • Registry Editor বন্ধ করে কমপিউটার Restart করুন।

লগ-অনের আগে কাঙ্খিত ছবিটি দেখতে পাবেন। এই টিপসটি Windows XP-এর জন্য প্রযোজ্য।

Level 0

আমি ihfarid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ!!!! ভালো ভাগলো এটা আমি জানতাম না, মনে মনে এটাই খুজছিলাম আজ তা পেলাম। ধন্যবাদ ভাই ধন্যবাদ হাঁ……….. হাঁ…………….. হাঁ……….

Level 0

টেকটিউনসকে টিউনসটি সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ!