আপনি কি নোকিয়া ফোন ব্যবহার করেন? আপনি কি নোকিয়া ফোনের Security Code ভূলে গেছেন? তাহলে এই টিউনটি আপনার জন্য।

আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন?

আজকে আমি আপনাদের যে টিউনটি উপহার দিবো সেটি হয়তো অনেকের জানা আবার অনেকেরই অজানা। এটি আমার জানা ছোট্ট একটি ট্রিকস। এর আগে টেকটিউনসে টিউন হয়ে থাকলে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

সাধারণত আমরা যারা নোকিয়া ফোন ব্যবহার করি তারা প্রায় সময় Security Code ভূলে যায়। তাদের আর কোন চিন্তার কারণ নাই।

চলুন তাহলে Security Code ভেঙ্গে ফেলি।

  • প্রথমে হোম মেনু থেকে Setting এ যান তারপর sync & backup অপশনে যান। এবার Create backup গিয়ে Continue তে click করুন।
  • তারপর সব গুলোকে Mark করে Done বাটনে Click করুন।
  • এখন কিছুক্ষন অপেক্ষা করলে Backup Create হয়ে যাবে। কাজ শেষ ।
  • তারপর Memory Card ঢুকুন, সেখানে দেখতে পাবেন backup নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে, সেখানে ঢুকুন মাঝখানে restore এ click করুন। দেখবেন আপনার মোবাইল flash হয়ে গেছে ।

এখন নোকিয়া এর ডিফল্ট পাসওয়ার্ড কাজ করবে ।

আজ এই পর্যন্ত।

বিঃদ্রঃ এই পদ্ধতি শুধুমাত্র নোকিয়া মাল্টিমিডিয়া ফোন গুলো কাজ করবে

ভূল হলে ক্ষমা করবেন।

ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।

Level 2

আমি ঘুমন্ত বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজে ভালো কাজ করুন। অন্যকে ভালো কাজ করতে উৎসাহিত করুন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Bhai, mobile jodi security dara lock take, tahole dokbo kemon kore bhai?

    @mana: যদি Security Lock এর কারনে আপনার ফোনটি চালু করতে না পারেন তাহলে এই পদ্ধতি আপনার জন্য নয়।
    ধন্যবাদ।

Thank s ভাই কাজ হয়েছে

    @সুমন: টিপসটা ট্রাই করে দেখার জন্য ধন্যবাদ আপনাকে।

kaje na lagleo akta jinis to jante parlam, nice tune bro

😮 আমাদের ১১১০ এ ত backup option নাইকা । :p

ধন্যবাদ যদিও জানাছিল

সংগ্রহে রাখলাম।

Level 0

Lock tho vulei galam taile backup nibo kamne. Pagol paisen ni