প্রথমেই সকলকে প্রণাম/সালাম জানিয়ে শুরু করছি। আমি টিটিতে নতুন তাই কোন ভুল-ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
এবার কাজের কথায় আসি। গ্রামীনফোনে প্রতিদিনের সহজ টার্গের পুরন করে আপনিও পেতে পারেন ১০০% বোনাস। সাথে পাচ্ছেন (5MB 5MMS 5SMS) একদম ফ্রীতে। আর সাপ্তাহিক বোনাস তো থাকছেই। কাজের কথা হল এই বোনাসটা তাদের জন্যই লাভবান হবে যাদের অকেজ টাইপের গ্রামীন সিম আছে। মানে এমন একটা গ্রামীন সিম যেইটা খুবই কম ব্যাবহার করা হয়। আর বাকি যারা রেগুলার ইউজার তারাও এই বোনাসটি পাবেন তবে আপনাদের টার্গেট টা একটু বেশি থাকতে পারে। তবে রেজিস্টেশন এর সাথে সাথে সকল গ্রাহকই (5MB 5MMS 5SMS) একদম ফ্রীতে পাবেন।
রেজিস্টেশন করতে ডায়াল করুন *999*1#
আমি বিকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমার লাইফ স্টাইল সাদামাঠা, স্মার্টনেস আমার কাছে অর্ডিনারী যেটাই শেখ সাদীর "উক্তি " আধুনিকতার নামে নষ্টামো আমি দু চোখে দেখতে পারিনা। প্রেমে বিশ্বাসি নই!! কিন্তু প্রচুর ভালবাসি মা-বাবা আর পরিবার পরিজনকে।গান অনেক বেশি প্রিয়, তাই দিনের বেশির ভাগ সময় গান শুনি (সঙ্গীত হলো আত্মার ভাষা জীবনের গুপ্ত সৌন্দর্যের দরজা এবং...