নিদৃষ্ট এড্রেস এর সব মেইল ডিলেট করবেন যেভাবে

প্রিয় পাঠক,
ডিজিটাল কাগজের পক্ষ থেকে আমি “মাসরুব” আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসা করছি সবাই ভাল আছেন। আর ভাল থাকেন এটাই কামনা করি। আসলে অনেক কিছু আপনাদের সাথে অনেক কিছু সেয়ার করার ইচ্ছা হয়, কিন্তু সময়ের অভাবে হয়ে উঠেনা। অনেকের হয়তো এই কথাগুলো ভাল লাগছেনা, ভিরক্তিবোধ করছেন। তো আর ভিরক্ত না করে আলোচনায় গমন করছি।
শিরোনাম পড়ে নিশ্চয়ই বুঝে গেছেন কি বলতে চাচ্ছি, তারপরও বলছি, আমরা অনেক সময় সাইটে সাইনআপ করার সময় email address ব্যবহার করে থাকি। যার ফলে ঐসব সাইট থেকে বিভিন্ন সময় তাদের বিভিন্ন অফার, এড, আমাদের মেইল করে থাকে। যা আমাদের কাছে বিরক্তিকর এবং অপ্রয়োজনীয় মনে হয়। তাছাড়া ফেইসবুকের জালাযন্ত্রনাতো আছেই। এখন আপনি চাইলে নিচের পদক্ষেপ ফলো করে ঐ ইমেইল এড্রেস থেকে আসা সকল মেইল একসাথে ডিলেট করতে পারেন।
পদ্ধতি –
১। মেইলে লগিন করুন।
২। যে এড্রেস এর মেইল ডিলেট করবেন, সেটা ওপেন করুন।
৩। এড্রেস কপি করুন (উপরে দেখুন From………………..)।
৪। এবার সার্চ বক্সে From:(email address) লিখে সার্চ করুন।
৫। দেখবেন ঐ এড্রেস থেকে আসা সব মেইল আপনার সামনে হাজির।
সবকটি মার্ক করুন। (mark all)
৬। মার্ক থাকা অবস্থায় ডিলেট করুন।
৭। সবগুলো জমা হবে Trush foldor এ। ভবিষত প্রয়োজন না হলে Trush foldor থেকেও ক্লিয়ার করুন।

আসলে ভালভাবে আপনাদের বুঝাতে পেরেছি কিনা বুঝতে পারছিনা। যদি সমস্যা হয় তাহলে ভিডিওটি দেখতে পারেন।

ফেইসবুকে আমি মাসরুব।

Level 0

আমি মাসরুব আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

No to say no


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস