আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন।
দীর্ঘদিন পর আজ একটা প্রয়োজনীয় টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা অনেকেরই জানা থাকতে পারে । তারা টিউনটি না দেখলেই ভাল ।
আমরা সবাই বিভিন্ন ব্রাউজার ব্যবহার করি । কিন্তু উইন্ডোজ ৭ (অনেক সময় উইন্ডোজ ৮ এ ) এ না না কারনে ঠিকমতো বাংলা দেখতে পাই না । দেখতে পেলেও সেটা আকারে ছোট বা ঠিক মতো বোঝা যায় না । আমি আপনাদের কম্পিউটার এর বাংলা এর সব সমস্যার সমাধান দিচ্ছি । এই পদ্ধতি অবলম্বন করে আপনি বিভিন্ন ব্রাউজারে ঝকঝকে বাংলা ফন্ট দেখতে পারবেন । এর জন্য আপনার কম্পিউটার এ শুধু অভ্র কিবোর্ড ইন্সটল করা থাকলেই চলবে । কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক –
১. প্রথমে অভ্র কিবোর্ড থেকে সেটিংস মেনুতে ক্লিক করুন
২. চিত্রের মতো Font Fixer এ ক্লিক করুন
৩. এবার নিচের মতো বক্স আসবে
৪. এখানে Font name – Siyam Rupali দিয়ে চেকবক্স দুটিতে টিক দিয়ে Fix IT বাটনে ক্লিক করুন ।
৫. এরপর আপনার কম্পিউটার রিস্টার্ট চাইলে রিস্টার্ট দিন ।
এখন আপনি আপনার কম্পিউটারে ঝকঝকে বাংলা দেখতে পারবেন । টিপসটি কাজে লাগলে টিউমেন্ট করে জানাবেন । গঠনমূলক সমালোচনার জন্য স্বাগতম ।
বিভিন্ন প্রয়োজনে আমাকে মেইল করতে পারেন - [email protected]
আমি ফেসবুকে – facebook.com/ravenous10
এছাড়া উইন্ডোজ ফোন এর যাবতীয় সমস্যা সমাধান পাবেন এই গ্রুপে – Lumia Club Bangladesh
(গ্রুপটির প্রাইভেসি Closed তবে আপনি জয়েন দিয়ে জয়েন করতে পারেন)
এছাড়া টেকটিউনস এ আমার পুরানো টিউনগুলো দেখতে পারেন
আজ এ পর্যন্তই । আশা করি ভাল থাকবেন ।
আমি মোঃ হাসানুর রহমান স্বরূপ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks.