আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন?
আজকে আমি আপনাদের যে টিউনটি উপহার দিবো সেটি হয়তো অনেকের জানা আবার অনেকেরই অজানা। তো চলুন কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
PC স্ক্রীনশটঃ
১। প্রথমে যে জায়গাটার স্ক্রীনশট নিবেন সেখানে যান।
২। এবার কীবোর্ড থেকে Prt Sc SysRq (F12 কী এর ডান পাশে অবস্থিত )লিখা কী টি চাপুন।
৩। এখন Start মেনু থেকে এক্সসসরিজ এর অধীনে Paint ওপেন করুন।
৪। পেস্ট করুন অথবা Ctrl + V চাপুন।
৫। সেভ করুন অথবা Ctrl+S চাপুন।
ব্যাস আপনার স্ক্রীনশট নেওয়া হয়ে গেল।
Android স্ক্রীনশটঃ
১। প্রথমে যে জায়গাটার স্ক্রীনশট নিবেন সেখানে যান।
২। এখন একসাথে Power + Volume Up/Dwon চেপে ধরুন।
ব্যাস আপনার Android স্ক্রীনশট নেওয়া হয়ে গেলো।
ভূল হলে ক্ষমা করবেন। আমার জন্য দোয়া করবেন ।
সবাইকে ধন্যবাদ।
আমি ঘুমন্ত বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজে ভালো কাজ করুন। অন্যকে ভালো কাজ করতে উৎসাহিত করুন।
ধন্যবাদ pc trick টা জানা ছিল না…