১ টি সফটওয়্যারে সকল পাস ওয়ার্ড

সবাইকে সালাম। আপনাদেরকে আমার ২য় টিউনে সাগতম। আজ আপনাদের সামনে ১টি এমন সফটওয়্যারের কথা বলব জা আপনারা এন্ড্রয়েড মোবাইলে বা পিছি তে ব্যবহার করতে পারবেন। এই সফটওয়্যার দিয়া আপনি আপনার সকল ওয়েবসাইট এর জন্য ইউনিক এবং স্ট্রং পাস ওয়ার্ড দিতে পারবেন। ভাবছেন অই টা তো এমনিয় দেওয়া যায়। ভায় মজা তো এখানেই  😉 । আমাদের অনেকেরই ২-৩ টা বা আর বেসি ফেসবুক, টুইটার, জিমেইল সহ নানা একাউন্ট থাকে। এত পাস ওয়ার্ড মনে অনেক সময়ি মনে রাখা সম্ভব হয়না। আবার লিখে রাখাও বিরক্তিকর। তাই অনেকেই আমার মত সব একাউন্টের সেম পাস ওয়ার্ড দি। কিন্তু তা আবার অনিরাপদ।

এই সকল সমস্যার সমাধান পাবেন 1Password নামক সফটওয়্যার থেকে। এতে আপনাকে সুধু ১টি মাস্টার পাস ওয়ার্ড মনে রাখতে হবে। যা হবে আপনার 1Password  এর পাস ওয়ার্ড। আর বাকি পাস ওয়ার্ড গুলা ওই সফটওয়্যার ই দিয়া দিবে। জদিও ইহা ১টি প্রিমিয়াম সফটওয়্যার তাও এন্ড্রয়েড ইউজারা এই সফটওয়্যার টি বিনামুল্লে ব্যবহার করতে পারবে play.google থেকে। উইন্ডোস ব্যবহার কারি রা চেষ্টা করে দেখতে পারেন এই খান থেকে

আর ভায়েরা যদি আমার লিখা পছন্দ করেন তা হলে এই নিউস সাইটে যেতে পারেন। এই সায়িটে আমি কাজ করি। আজকের মত আল্লাহ হাফিয।

Level 0

আমি Saieduzzaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল চালায় জান।

sgtwre ta delete hoile to sob geloga

    @মোহাম্মদ আকিব: সমস্যা নাই ভাই। আপনার অ্যাকাউন্ট তো আছে।

কোন রকমে ডিলিট হলেই কেল্লা ফতে , 😀 তবে আমার কাছে একটা অ্যাড অন আসে ,এক ইমেইল দিয়ে অনেক অ্যাকাউন্ট খুলা জায় একি সাইট এ ,। আবার এই সফট এর কাজ তাও করে দেয়

এতো ছোট টিউন,আরেকটু ভালো করে লিখতে পারতেন।ভালো টিউন।আর যারা টেনশনে আছেন যে সফটওয়্যার গেলে সব গেলো,তাদের বলি,এইধরনের সফটগুলো আলাদা ডাটাবেস বানিয়ে তাতে ডাটা রাখে তাই সফট আনইন্সটল করে দিলেও ডাটা যাবে না।

    @জহিরুল ইসলাম: thanks ভাইয়া। এর পর থেকে খেয়াল রাখব। আর ১টি সুন্দর সমাধানের জন্য ধন্যবাদ।