অনেক সময়ই হার্ডডিস্ক থেকে ফাইল ডিলিট না হলে আমাদের অনেক সমস্যাই পরতে হই। নিচের সফটওয়্যার টি ডাউনলোড করে নেন। সফটওয়্যার টির নাম IObit Unlocker।সাধারন সফটওয়্যার এর মত ইন্সটল করুন।
সফটওয়্যার টি যেভাবে ব্যবহার করবেন। প্রথমে সফটওয়্যার টি রান করুন তারপর।Add বাটন এ ক্লিক করুন
এইখান থেকে আপনার যে ফোল্ডার টা ডিলিট হরছে না সেটা সিলেক্ট করুন।
তারপর Ok করুন
ফাইল টি ডিলিট হয়ে যাবে ।
সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন।
আনেক সময় দেখা যাই সফটওয়্যার ইন্সটল করলেও সফটওয়্যারটি আনইন্সটল করা যাই না তখন আমাদের অনেক বিপাগে পরতে হয়। iobit Uninstaller এর সাহায্যে আপনি এ কাজ ট খুব সহজে করতে পারেন।প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন।
করুন তারপর ওপেন করুন যে সফটওয়্যার টি আপনি আনইন্সটল করতে চান সেটিতে সিলেক্ট করে আনইন্সটল বোতামে এ ক্লিক করুন। তারপর দেখবেন সফটওয়্যার টি আনইন্সটল হইয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে কষ্ট করে পড়ার জন্য।ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
এই টিউন টি আগে আমার ব্লগ এ প্রকাশ হয়েছে।
ফেইসবুক এ আমি
আমি রিদম দত্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 270 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হাই আমি রিদম , জানি না তেমন কিছু তবে যা জানি তা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করি,টেকনোলজি কে অনেক ভালোবাসি টেকনোলজি ছাড়া এক সেকেন্ড ও চলতে পারি না।বর্তমানে পড়াশোনার পাশাপাশি আর্ট ওয়েব ইউ আই ইউএক্স ডিজাইন ও ওয়েব প্রোগ্রামিং নিয়ে কাজ করছি।
শিরোনামে একটু বানান ভুল আছে।
এই soft টা আসলে অনেক ভালো ।
ধন্যবাদ শেয়ার করার জন্য।