বন্ধুরা কেমন আছ?আজ আমি বাংলালিঙ্ক এর কম দামে ১ এমবি স্পীড ব্যবহার করা যাবে তা নিয়ে বলব।প্রথমে বাংলালিঙ্ক ১টি ২জি সিম লাগবে তারপর বাংলালিঙ্ক এর ২জি স্পীড এর নিজের পছন্দ মত প্যাকেজ নিতে হবে যেমনঃ (নাইট আনলিমিটেড ভ্যাট সহ ৩৪৫ তাকা,সারাদিন ৬৯০ টাকা) প্যাকেজ নেয়ার পর সিমটিকে ৩জি রুপান্তর করতে হবে,যে ভাবে করবেন *৫০০০*২# তারপর সিমটিকে মডেম এ ডুকিয়ে ৩জি অনলি তে রাকতে হবে।
এভাবেই ১ এমবি স্পীড এ নেট চালাতে পারবেন।২টি প্রব্লেম হলঃ১.লাইন ডিস-কানেক্ট হয় আর ২.সিম ৩জি তে থাকলেও ১২৮ কেবি স্পীড পাবেন যা কমেনা,১২৮ কেবি হওয়ার আগে ১ টি এসএমএস আসবে।১২৮ কেবি থেকে ১ এমবি তে যেতে যা করবেন প্রথমে *৫০০০*৬# ডাইল করে আবার *৫০০০*২# ডাইল করবেন। এসএমএস এ যদি আপনাকে welllcome 3g world জানায় তবে ১ এমবি পাবেন আর যদি you r alrady 3g user আসে তাহলে ১ এমবি পাবেন না ১২৮ কেবি পাবেন।তাই welllcome 3g world এসএমএস না আসা পর্যন্ত *৫০০০*৬# ডাইল করে আবার *৫০০০*২# করতে হবে।আর ডিস-কানেক্ট থেকে মুক্তির জন্য reconnect সফটওয়্যার ব্যবহার করতে হবে।আমি গত ৭ মাস যাবত ব্যবহার করছি।
reconnect
facebook এ আমি।
আমি পলিটেকনিক এ ৮ বর্ষের ছাত্র। কম্পিউটার বিভাগ এ।
আমি রাজন রাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thank you.