কম টাকায় ১ এমবি স্পীড,ভালতো ভাল না!

বন্ধুরা কেমন আছ?আজ আমি বাংলালিঙ্ক এর কম দামে ১ এমবি স্পীড ব্যবহার করা যাবে তা নিয়ে বলব।প্রথমে  বাংলালিঙ্ক ১টি ২জি সিম লাগবে তারপর বাংলালিঙ্ক এর ২জি স্পীড এর নিজের পছন্দ মত প্যাকেজ নিতে হবে যেমনঃ (নাইট আনলিমিটেড ভ্যাট সহ ৩৪৫ তাকা,সারাদিন ৬৯০ টাকা) প্যাকেজ নেয়ার পর সিমটিকে ৩জি রুপান্তর করতে হবে,যে ভাবে করবেন *৫০০০*২# তারপর সিমটিকে মডেম এ ডুকিয়ে ৩জি অনলি তে রাকতে হবে।

এভাবেই ১ এমবি স্পীড এ নেট চালাতে পারবেন।২টি প্রব্লেম হলঃ১.লাইন ডিস-কানেক্ট  হয় আর ২.সিম ৩জি তে থাকলেও ১২৮ কেবি স্পীড পাবেন যা কমেনা,১২৮ কেবি হওয়ার আগে ১ টি এসএমএস আসবে।১২৮ কেবি থেকে ১ এমবি তে যেতে যা করবেন প্রথমে *৫০০০*৬# ডাইল করে আবার *৫০০০*২# ডাইল করবেন। এসএমএস এ যদি আপনাকে welllcome 3g world জানায় তবে ১ এমবি পাবেন আর যদি you r alrady 3g user আসে তাহলে ১ এমবি পাবেন না ১২৮ কেবি পাবেন।তাই welllcome 3g world এসএমএস না আসা পর্যন্ত *৫০০০*৬# ডাইল করে আবার *৫০০০*২# করতে হবে।আর ডিস-কানেক্ট থেকে মুক্তির জন্য reconnect সফটওয়্যার ব্যবহার করতে হবে।আমি গত ৭ মাস যাবত ব্যবহার করছি।
reconnect

facebook  এ আমি।

আমি পলিটেকনিক এ ৮ বর্ষের ছাত্র। কম্পিউটার বিভাগ এ।

আমি রাজন রাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

128kbps mane ki download speed per second bro?

Level 0

ধন্যবাদ ।তবে পোস্ট ডিলিট করে দিয়েন ।কারন এর আগে টেলিটক সিম নিয়ে এই ধরনের পোস্ট করার পর টেলিটক কম্পানি ওই সিস্টেম টা বন্ধ করে দিয়েছে

    আমার মনে হয় না এটা বন্ধ করবে! কারণ আমাকে অফিস থেকে SMS দিয়ে বলেছিল 2G সিমে 3G স্পীড ব্যবহার করুন।

    @patoary: ভাই আপনি ঠিক বলেছেন… আপনার উল্লেখিত টেলিটকের যে ট্রিক এর কথা বলছেন তা আমারই করা ছিল। আমিও জুনাইদ ভাইয়ের মত ভেবেছিলাম এটা ওরা বন্ধ করবে না, কিন্তু বন্ধ করে দিয়েছে।

    @patoary: yes i also agree

Level 0

vai amr to ur r alrady 3g user ase bar bar ki korbo

Level 0

banglalink free net tricks
onnoshob. blogspot. com/2014/07/use-banglalink-free-net-tricks-pc.html

Level 0

দিনরাত পেকেজ আনলিমিটেড ভ্যাট সহ ৭৯৭টাকা পড়ল যাক আপসোস থাকত না যদি না:-

মাত্র ২.৩০ ঘন্টা পর ডিসকানেক্ট করে দিয়ে লিমিটেড করে দিল। স্পিড তখন ১৬কেবি?? *৫০০০*৬# করে আবার *৫০০০*২# করলাম। হল না। করতেই থাকলাম, যাক অবশেষে আধা ঘন্টা পর সফল হলাম। ১৩৭কেবি স্পিডে আবার ১.৩০ঘন্টা পর ডিসকানেক্ট। আবার লিমিটেড করে দিল। এভাবে তো নেট চালানোর থেকে আরও একটু বেশি দাম দিয়ে ১এমবি ব্রডব্যান্ড চালানো ভাল।

    Level 0

    @androiner: দিনরাত পেকেজ আনলিমিটেড ভ্যাট সহ ৭৯৭টাকা না ৭৪৭ টাকা।

Level 0

উপায় নাই। সবাই আমরা জিম্মি।বেসি taka দিয়াই data pack কিনতে হবে।

এই ট্রিক কাজ করে না । কিছুক্ষন পর পর স্পিড ১২৮ কেবি লিমিটেড করে দেয় । বারবার ২জি তে ব্যাক করে আবার ৩জি তে যাওয়া বিরক্তিকর ।

জিপিতে হইলে ভালো হতো।

পুরা একটা ভূয়া ট্রিক কোন কাজ হয়না । অতি দ্রুত টি উন টি মুছেফেলা হাউক।

এই নিওম এ আমি ২মাস ধরে নেট চালাইতেছি!!!! কমেন্ট ও করলাম ৩৪৫ টাকার সেম প্যাকেজ এ!!! এই নিয়মে আমি গত মাসে টোটাল ২১.৩ জিবি ডাউনলড দিছি!!!