বিশেষ কিছু চিহ্ন লেখার কোড
কমপিউটারে Alt বাটনকে চেপে রেখে উল্লেখিত সংখ্যাগুলো ডান পাশের নাম্বার কীবোর্ড থেকে চাপ দিয়ে নিম্নোক্ত বিশেষ চিহ্নগুলো সহজে লেখা যায়:
Alt+0134 = † ---- ---- ---- Alt+0153 = (™)
Alt+0163 = (£) --- --- ---- Alt+0169 = (©)
Alt+0174 = (®) --- --- --- Alt+0176 = °
Alt+0177 = (±) --- --- ---- Alt+0178 = ²
Alt+0179 = ³ --- --- ---- -- Alt+0183 = •
Alt+0188 = ¼ --- --- --- - Alt+0189 = ½
Alt+0190 = ¾ --- --- --- - Alt+0151 = —
Alt+0166 = ¦ --- --- --- --- Alt+0191 = ¿
Alt+0215 = × --- --- --- -- Alt+0247 = ÷
Alt+0149 = • --- ---- --- - Alt+0181 = µ
Alt+0128 = € --- --- --- -- Alt+0163 = £
কীবোর্ডের কাজ মাউস দিয়ে করা
উইন্ডোজে 'On Screen Keyboard' নামে একটি অপশন আছে যার মাধ্যমে আমরা ব্লগ ও কমপিউটারে অন্যান্য প্রোগ্রামে কাজ করার সময় উইন্ডোজের ভার্চুয়াল কীবোর্ড ব্যবহার করতে পারি। কীবোর্ডের কাজ মাউস দিয়ে দিয়ে করতে চাইলে প্রথমে Start ক্লিক করে Run সিলেক্ট করুন। Open-এ তিনটি বর্ণ osk টাইপ করে OK বাটন ক্লিক করুন। স্ক্রীনে কীবোর্ড হাজির! এখন মাউস দিয়ে ক্লিক করে লিখতে থাকুন। ক্যাপিটাল লেটার লেখার সময় প্রথমে Shift কী ক্লিক করুন, এরপর বর্ণটি ক্লিক করুন।
(Start > All Programs > Accessories > Accessibility > On-Screen Keyboard থেকেও অন স্ক্রীন কীবোর্ড সিলেক্ট করা যায়)
Internet Explorer ও Mozilla Firefox এর শর্টকাট কমান্ড
১। স্ক্রলের পরিবর্তে স্পেসবার
ইন্টেরনেটে কোনো দীর্ঘ ডকুমেন্ট বা পেইজ পড়তে হলে আমাদেরকে মাউস দিয়ে স্ক্রল করে নিচের দিকে যেতে হয়। এর পরিবর্তে আমরা স্পেসবার ব্যবহার করে বইয়ের মত পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়তে পারি। (পৃষ্ঠা=মনিটরের পর্দায় যতটুকু দেখা যায়)। Internet Explorer or Mozilla Firefox এ প্রদর্শিত একটি পেইজের শেষ লাইনটি পড়ার পর স্পেসবার কী চাপ দিন, শেষ লাইনটি প্রথম লাইন হয়ে পেইজটির পরবর্তী অংশ প্রদর্শিত হবে। একইভাবে পেইজটির পিছন দিকে যেতে হলে shift + spacebar চাপ দিন।
২। Full screen Internet
টুলবার, মেনুবার অদৃশ্য করে ইন্টারনেটের কোন পেইজকে মনিটরের পূর্ণ পর্দায় দেখতে হলে F11 কী চাপ দিন। আগের অবস্থায় ফিরে আসতে আবার F11 কী চাপ দিন।
৩। Open a link in a new window
কোন লিঙ্ককে নতুন উইন্ডোতে ওপেন করতে কীবোর্ডের shift কী চেপে রেখে লিঙ্কটিতে ক্লিক করুন।
৪। ওয়েব পেইজের আংশিক প্রিন্ট
ওয়েব পেইজের যে অংশটি প্রিন্ট করতে চান, তা মাউস দিয়ে highlight করুন। মাউসের পরিবর্তে কীবোর্ড দিয়েও হাইলাইট করা যায়। পেইজের অংশটি যেখান থেকে শুরু সেখানে ক্লিক করুন, shift কী চেপে রেখে অংশটি যেখানে শেষ সেখানে ক্লিক করুন। এখন মেনুবার/টুলবারে print... ক্লিক করুন। প্রিন্টার ডায়লগ উইন্ডোতে Page Range এ Selection অপশন নির্বাচন করে OK দিন। (সব প্রোগ্রাম বা প্রিন্টারে এই অপশনটি কাজ করে না)
৫। ওয়েব পেইজে বিশেষ শব্দ বা টেক্সট খুঁজতে হলে
ওয়েব পেইজে বিশেষ শব্দ বা টেক্সট খুঁজতে হলে CTRL + F কী চাপ দিন। স্ক্রীনের নিচের অংশে চার্জ বার আসবে। সেখানে শব্দ বা টেক্সটি লিখে ডান পাশের অপশন থেকে Select all ক্লিক করুন। শব্দ বা টেক্সটি পেইজটির যেখানেই থাকুক হাইলাইট হয়ে যাবে। কাজ শেষ হলে চার্জ বারটির বাম দিকের ক্রস চিহ্নে ক্লিক করে বন্ধ করে দিন। (Internet Explorer এ চার্জ বারের পরিবর্তে ডায়লগ বক্স আসবে)
৬। ওয়েব পেইজকে বড় করে দেখুন
কোন ওয়েব পেইজেকে বড় আকারে (zoom in) দেখতে হলে CTRL কী চেপে রেখে + কী চাপ দিন। প্রতি চাপে ধাপে ধাপে পেইজের আকার বড় হবে। অরজিনাল সাইজে ফিরে যেতে CTRL কী চেপে রেখে 0 (জিরো) কী চাপ দিন। (Mozilla Firefox only!)
আমি জোবাইর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জোবাইর ভাই, অনেক তথ্যবহুল পোস্ট, আশাকরি অনেকেরই কাজে লাগবে, ধন্যবাদ…।