সুপ্রিয় টেকটিউন বাসী আমার শুভেচ্ছা ও ভালবাসা নিবেন । আজকে শুরু করছি টেকটিউন এ আমার প্রথম টিউন । যাই হোক কথা না বাড়িয়ে টিউনে চলে যাই।
আমরা অনেক সময়ই বিভিন্ন ওয়েবসাইট এ ডাউনলোড এর সময় ad.ly,adfocus ইত্যাদি বিরক্তিকর সাইটগুলোতে redirect হই।এসব সাইট কোন উপকারে তো আসেই না বরং মূল্যবান সময় নষ্ট করে।এ সমস্ত এড সাইটগুলো বাইপাস করতে আমরা বিভিন্ন সাইট যেমন dead.altervista.org ইত্যাদি ব্যবহার করি । কিন্তু এভাবে আর কত?
কেমন হত যদি আপনার ব্রাউজার এসব সাইট কে অটো বাইপাস করতো? অর্থাৎ এসব এড সাইট এর লিঙ্ক এ ক্লিক করলেই আপনি আপনার কাঙ্ক্ষিত লিঙ্ক পেয়ে যেতেন কোন waiting time ছাড়া?
যাই হোক এটি করতে আমাদেরকে দুইটি টুল ডাউনলোড করতে হবে।
Download: https://addons.mozilla.org/en-US/firefox/addon/greasemonkey
( আপনি যদি firefox user হন তবে GreaseMonkey আর যদি chrome user হন তাহলে TamperMonkey ইন্সটল করে নিন।এ দুটিই ব্রাউজার এক্সটেন্সান আরকি। )
এবার চলে যান নিচের লিঙ্কেঃ
http://userscripts-mirror.org/scripts/show/89322.html
এখানে গেলে উপরে ডান দিকে দেখবেন সবুজ বাটনে লেখা INSTALL।
ইন্সটল করুন ব্যাস,এবার ad.fly এর মত লিঙ্ক গুলো স্কিপ হবে অটো।
NOTE: সকল এড কোম্পানির এড স্কিপ করতে পারে না তবে ad.fly adfoc হবে
এটি আমার প্রথম টিউন ।ভুল হলে মাফ করবেন এর এটি পূর্বে প্রকাশ হয়ে থাকলে আমি খুবই দুঃখিত।
@bir
আমি abir37। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অন্নেক ধন্যবাদ