আসসালামুয়ালাইকুম এবং শুভেচ্ছা জানিয়ে আমার টিউন শুরু করছি। আজ আমি আপনাদের সাথে একটি ছোট কিন্তু মজার ট্রিকস শেয়ার করব। অনেকেই হয়ত জানেন তাই জারা জানেন না তাদের জন্য মুলত আমার এই টিউন। আপনারা অনেকেই ফোল্ডার এর আইকন পরিবরতন করতে পারেন। আজ আমি ড্রাইভ এর আইকন পরিবরতন করা শিখাব। নিচের ছবিতে আমার ড্রাইভ এর আইকন গুল দেখুন।
উপরের ছবির মত আপনিও আপনার কম্পিউটার এর ড্রাইভ এ আপনার ছবি আইকন হিসেবে সেট করতে পারবেন। সেট করার জন্য নিম্নের ধাপ গুল দেখুনঃ
১। প্রথমে যে ছবিটি আইকন হিসেবে দিতে চান সে ছবিটি আইকন এ কনভার্ট করতে হবে। আপনি এই সাইট এ গিয়ে ছবিকে আইকন এ কনভার্ট করে ডাউনলোড করুন।
২। এরপর ছিবিটির নাম পরিবরতন করে icon.ico লিখুন। ছবির এক্সটেন্সান হিসেবে অবসশ্যি .ico থাকতে হবে।
৩। তারপর ছবিটি যে ড্রাইভ এর আইকন দিতে চান সেই ড্রাইভ এ কপি করে পেস্ট করুন এবং একটি notepad খুলুন।
৪। অতপর notepad এ নিম্নের কোড টুকু কপি করে পেস্ট করুন এবং ফাইলটি autorun.inf নামে সেই ড্রাইভে সেভ করুন।
[autorun]
icon=icon.ico
এখানে icon.ico হল আইকনটির নাম। আপনি আইকন অন্য নামে সেভ করলে এখানে সেই নামটি লিখতে হবে। কিন্তু নামের শেষে .ico থাকতে হবে। এবার কম্পিউটার একবার restart করুন এবং ড্রাইভ এর আইকন এ আপনার ছবি দেখুন।
ভুল করে থাকলে ক্ষমা করে দিবেন এবং ভাল লাগলে টিউমেন্ট এ জানাবেন। 😆
আমি এম.এস.আই সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ব্রাক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর উপর স্নাতক করছি। পাশাপাশি আমি আমার নিজের ব্লগ http://techmasi.com এ আর্টিকেল লেখি।
অসংখ্য ধন্যবাদ। ভাই খুব ভাল লাগলো।