জেনে নিন সকল সিমের প্রতিদিনের অফার আর কিবোর্ডের সাহায্যে গুন এবং ভাগ চিহ্ন লেখার নিয়ম

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আজ আর কোন বড় টিউন নিয়ে নয়, আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম সকল সিমের জন্য প্রতিদিনের অফার এর কোর্ড আর কিবোর্ডের সাহায্যে কিভাবে ×গুন এবং ÷ ভাগ চিহ্ন দিতে হয় তার নিয়মঃ

আমরা অনেকে অংক প্রশ্ন টাইপ করার সময় ×গুন - (÷ ভাগ) এই দুটি চিহ্ন খুজে পাইনা Symbol এ খুজতে অনেক সময় লেগে যায় কিন্তু আপনি যদি কি-বোর্ড Shortcut কাজ জানেন তাহলে ×গুন - (÷ ভাগ) চিহ্ন লেখা আপনার জন্য কোন ব্যাপার না আর অযথা সময় নষ্ট হবে না।

১। (×গুন) এর জন্য= কি বোর্ড থেকে Alt চেপে ধরে 0215 চাপুন।
২। (÷ ভাগ) এর জন্য = কি বোর্ড থেকে Alt চেপে ধরে 0247 চাপুন।
আর সকল সিমের প্রতিদিনের অফার জানতে ডায়াল করুন-
১। রবি-*999#

২। গ্রামীনফোন-*444*1*2#

৩। এয়ারটেল-*222* 1#

৪। বাংলালিংক-*7323#

পূর্বে প্রকাশিত এখানে

ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো

ধন্যবাদ ভাই।
এটার মাধ্যমে উপকৃত হলাম।
এখন সহজেই অপার জেনে টাকা রিচার্জ করি। ফলে বোনাসও পাই।

Alt+0215 /Alt+0247 কোনোটাই কাজ করছে না । Plz Help

    @নীলোৎপল বেদী: করবে আপনি নতুন তো তাই, প্রথমে ALT চেপে ধরে সংখ্যা গুলো দিন তাহলে হবে। @ ধন্যবাদ

thanks@হোছাইন আহম্মদ

হোছাইন আহম্মদ ভাই আছেন কেমন , আপনার পোস্ট আমার অনেক ভাল লাগে, আমাকে চিনতে পারসেন,আমি আপনাদের নতুন অতিতি 🙂

    @Ochin_Manus: হ্যাঁ চিনতে পারলাম @ আপনি তো আমারে ফেইসবুকে মেসেজ দিলেন টেকটিউন্স এ রেজিঃ কবে চালু হবে তাই না @ এবার থেকে আমাদের ভাল টিউন উপহার দিবেন আশা করি ।