আসসালামু'আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আমিও ভালই আছি। টেকটিউনস এ প্রতিদিন ভিজিট করলেও টিউন করাই হয় না, আজকে করতে বসলাম।
আজকে যে টিপস দুইটি শেয়ার করছি, তা আমার নিজের ডিসকাভারি [ Invention না, ভাইবেন না যে, আমি বানাইছি, ছিলই,তবে মনে হয় কারো চোখে পড়ে নি] । যাই হোক, দুইটি টিপসই গুগল কে নিয়ে।
অনেক ক্ষেত্রেই গুগলে দরকারি তথ্য খুঁজতে গিয়ে হয়তো কোন ওয়েব সাইট এর লিঙ্কে ক্লিক করবেন, দেখবেন সাময়িকভাবে সেটি বন্ধ আছে। কিন্তু ঐ তথ্য আপনার অতি প্রয়োজনীয়, তো আপনি কি ঐ ওয়েবসাইট চালু না হওয়া পর্যন্ত বসে থাকবেন? যদি কিয়ামতের আগে তা চালু না হয়? তাহলে তো ঐ তথ্য পাওয়ার আপনার কোন সম্ভাবনাই নাই। কিন্তু না, আছে।
এই ট্রিকটি আসলে টেকটিউনস এর কারণেই আমার চোখে পড়েছে। কিছু দিন [শুধু কিছু দিন না, কিছু কিছু দিন আগে] টেকটিউনস সাময়িক ভাবে বন্ধ ছিল। কিন্তু গুগল সার্চে আমার খুব দরকারি একটা টিউন পেয়েছিলাম। কিন্তু ক্লিক করতেই ইরর পেলাম। ভাবলাম অনেক্ষণ বসে থাকতে হবে।কিন্তু হঠাৎ গুগল এর সবুজ একটা লিঙ্কে আমার চোখ আটকে গেল, তারপর-ই বের করে ফেললাম ট্রিক টা। তো চলুন শুরু করা যাক।
প্রথমেই বলে রাখি কিছু শর্তঃ
ভাবছেন, কোন সফটওয়্যার এর সাহায্য লাগবে কিনা! না, গুগল -ই এক্ষেত্রে সাহায্য করবে।
প্রথমে গুগল ডট কম http//www.google.com.bd/ তে যান ।যে কোন একটি বন্ধ সাইট খুঁজেন।তারপর এই চিহ্নে ক্লিক করুন ,দেখবেন লেখা আছে, "সঞ্চিত পাতা "সেখানে ক্লিক করুন।
দেখবেন, নিচের মত পেজ ওপেন হবেঃ
এটিই সর্বশেষ গুগল এর ক্যাশ এর স্ন্যাপ্সট। লেটেস্ট না হলেও সাইট কিন্তু ঠিকই ভিসিট করতে পারবেন।তবে সাইট বন্ধ থাকলে সাইটের ভেতরের কোন লিঙ্ক[ঐ সাইট এর রিলেটেড লিঙ্ক] কাজ করবে না।
যেমনঃ এখনি মারুফ ভাইএর লেখা এই টিউনে"www.techtunes.io/tips-and-tricks/tune-id/298865" ক্লিক করলে Internet Server Error লেখা ওঠে। কিন্তু এই পদ্ধতিতে কিন্তু সেই লিঙ্কেও আমি Access করতে পেরেছি। আপনিও পারবেন। তবে এখন ঠিক হয়ে গেছে। তাই স্ক্রিন সট দিলাম । দেখুনঃ
মুল সাইট
গুগল ক্যাশ
এখন আপনি হয় তো এটার গুরুত্ব বুঝতে পারছেন না। যখন টেক্টিউন্স বন্ধ থাকবে তখন কিন্তু আপনি চাইলেই টিটি'র যে কোন গুগল এ ইনডেক্স হওয়া টিউন পড়তে পারবেন, তবে যদি টিটি সাময়িক ভাবে বন্ধ থাকে। কোন টিউন পড়তে, যে টিউন পড়বেন, তার লিঙ্ক গুগল এ সারচ করুন। তারপর একই পদ্ধতিতে সঞ্চিত পাতায় গিয়ে পড়ুন। আশা করি টিটি আর বন্ধ হবে না। আপনি চাইলে যেকোনো সাময়িক বন্ধ কিন্তু ইনডেক্স হওয়া সাইটে চেষ্টা করে দেখতে পারেন।
প্রথমে যে সারচ ইঞ্জিন এ সার্চ করবেন, তার ইউআরএল গুগল ক্রোম এর এড্রেস বারে লিখুন। ধরা যাক বিং ডট কম bing.com । দাঁড়ান, ↵Enter দিবেন না।
দেখুন ডান কোনায় লেখা আছে ""
তো ট্যাব বাটন চাপুন। Tab বাটন না চিনলে দেখুনঃ
দেখবেন বিং সারচ করার জন্য প্রস্তুত! যেকোনো কিছু লিখুন, বিং এই সারচ হবে!
আমি লিখলাম আমার বাংলাদেশ সম্পর্কে। আপনি যেকোনো কিছুই লিখতে পারেন।
ব্যস! কাজ শেষ! 😉
আমারহাতেরলেখা ভাল না, কিন্তু আমার কী-বোর্ড এর লেখা কিন্তু খুবই সুন্দর! বিশ্বাস নাহলে এই পেজটাই একবার দেখুন না। টিপসগুল যদি নাও কাজে আসে, এই কীবোর্ড এর লেখার জন্য কিন্তু একটা থ্যাঙ্কস পেতেই পারি। কি বলেন? 😀
আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!
আপনার keyboard এর লেখা সুধু সুন্দর না, বেসম্ভব রকম সুন্দর।
ধন্যবাদ, এত সুন্দর দুইটা টিপস এর জন্য।