আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আবারো লিখতে বসলাম নতুন এক টিপস নিয়ে। আজকে একটা মজার জিনিস নিয়ে লিখবো। এটি তেমন কোন দরকারি বিষয় নয়। শুধু মাত্র মজার জন্য। নাম দেখে হয় বুঝে গেছেন কি ব্যাপার। তারপরেও বলি আমাদের কম্পিউটার এর ডেক্সটপ এ অনেক শর্টকাট থাকে। শর্টকাট গুলোর উপরে আইকন এবং নিছে নাম থাকে যেমন MY Computer । এই শর্টকাট সবার কম্পিউটার এর ডেক্সটপ এ অবশ্যই আছে। My computer এর উপরে দেখবেন একটা আইকন আছে। আমরা যেটা করবো সেটা হল সুধু আইকন থাকবে কিন্তু কোন নাম থাকবে না মানে হল My computer লেখা থাকবে না। কি করে করবেন এটাই আজকের বিষয়।
প্রথমে My Computer এ মাউস রেখে রাইট বাটন ক্লিক করে Rename এ ক্লিক করে My computer লেখাটি ডিলিট করে দিন। এরপর alt কি চেপে ধরে ০১৬০ নাম্বার টাইপ করুন। বাস খেল খতম। এখন দেখুন My computer লেখাটি উধাও হয়ে গেছে।
প্রকাশনায় অ্যানিটেক। । প্রথম প্রকাশের লিঙ্ক। এরকম আরও ভালো ভালো টিপস পেতে একবার হলেও ঘুরে আসুন অ্যানিটেক থেকে অথবা জয়েন করুন অ্যানিটেকের ফেসবুক পেজ এ।
আমি মোঃ আতিকুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: https://anytechtune.com
পুরানো টিপস। নতুন কিছু দেন। এই বিষয়ে বেশ কয়েকটা টিউন হয়েছে আগে।