পেন ডাইভ এ নিজের ছবি দিয়ে নিজের পেন ড্রাইভ আইকন ছবি নিয়ে বন্ধুদেরকে তাক লাগিয়ে দিতে কে না চায়। আসুন এই টিউনে আমরা জেনে নিই কিভাবে পেন ড্রাইভে আপনার নিজের ছবি যোগ করবেন।
পেন ড্রাইভে নিজের ছবি প্রদর্শন করার জন্য আপনাকে প্রথমে একটা ছোট কোড তৈরি করে নিতে হবে। এটা একদম সহজ। আপনি নোট প্যাড এর সাহায্যে কাজটা সহজেই করতে পারবেন। আর একটা বিশয় মাথায় রাখতে হবে, আপনি যে ছবিটা আপনার পেন ড্রাইভ আইকন হিসেবে রাখতে চান, সেটা যেন আইকন ফরম্যাট এ থাকে। আপনার যদি আইকন ফরম্যাট এর ছবি না থাকে, তাহলেও সমস্যা নাই। আমি নিচে সফটওয়্যার ডাউনলোড এর একটা লিঙ্ক দিয়ে দিব। সেটা দিয়ে আপনি আপনার ছবি কে আইকন ফরম্যাট এ রূপান্তর করতে পারবেন।
শুরুতেই নোটপ্যাডে নিউ টেক্সট ডকুমেন্ট চালু করুন। এর পর নিচের কোডটি কপি করে পেস্ট করুন।
[Autorun]
Label=Your Name/ Pendrive name
Icon=Image.ico
এবার এই ফাইলটিকে সেভ করুন Autorun.inf নামে। এখানে Label=Your Name/ Pendrive name মানে হল পেন ড্রাইভের নাম। এখানে যদি Your Name/ Pendrive name এর বদলে আপনি আপনার নিজের নাম লিখেন তাহলে এটাই পেন ড্রাইভের নাম হবে।
Icon=Image.ico মানে হল আপনার আইকন ফাইলের নাম। Image.ico এটাকে আপনার আইকন ফাইলের সাথে Replace করুন। মনে রাখবেন .ico এক্সটেনশনটি অবশ্যই রাখতে হবে।
এর পরের কাজটা সহজ। আপনি আপনার আইকন ছবিটি আর আপনার কোড ফাইল আপনার পেন ড্রাইভ এ রাখুন। সব কাজ শেষ। ভালো কথা, আপনাদের বলেছিলাম, একটা সফটওয়্যার এর লিঙ্ক দিব যেটা দিয়ে আপনারা সহজেই আপনারা আপনার ছবি কে আইকন ফরম্যাট এ রূপান্তর করতে পারবেন।
আমার কাছে অনলাইন অফলাইন দুটো উপায় ই আছে -
ডাউনলোড লিঙ্কঃ
আশা করি আমার এই টিউন টা আপনাদের ভালো লেগেছে। আশা করি পুরো প্রক্রিয়ায় আপনাদের কোনো সমস্যা হবে না। একটু সময় পেলে আমার এই ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন।
আমি ভাস্কর বনিক বনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি বিগত পাঁচ বছর যাবত এসইও এবং ওয়েব ডেভোলাপমেন্ট এর বিভিন্ন কাজ করেছি। টেকটিউনস একটি অসাধারন প্লাটফরম নিত্য নতুন কিছু জানার ও শিখার। আমি টেকটিউনস অনেক ভালবাসি।
ভাই ভাইরাস মনে করতাসে কান