আপনি যদি অনলাইনে বাংলা ইউজার হয়ে থাকেন তাহলে আমি চোখ বন্ধ করে বলতে পারি আপনি অভ্র কি-বোর্ড ব্যবহারকারী। তবে আমার গণনা কিছুটা ভুলও হতে পারে।তাই মাফ করবেন। কিন্তু আমি বললাম এ কারণে যে, ইন্টারনেটে জগতে আমাদের মত বাংলা লেখকদের একটি অঙ্গ অভ্র কি-বোর্ড। ব্যক্তিগতভাবে আমি ইন্টারনেটে অভ্র ছাড়া চলতে পারিনা। আপনাদেরও অনেকেরই এমন অবস্থা। তো যাই হোক। আমি একদিন অভ্র নিয়ে একটি সমস্যায় পড়েছিলাম। ইন্টারনেট কানেকশন চালু থেকে যেকোন ব্রাউজারে এবং অনলাইনের যেকোন জায়গায় বাংলা লেখার জন্য অভ্র চালু করলেই ব্রাউজার হ্যাং হয়ে যেত। বেশ কয়েকদিন এই সমস্যা থাকার ফলে আমি ব্লগ টিউন লিখতে অনেক ঝামেলায় পড়তে হয়েছে। সেদিনই বুঝেছি অভ্র কিবোর্ডের মর্ম। এখন আসল কথায় আসি। আপনারা কেউ কি এই সমস্যায় পড়ে আছেন? উত্তর যদি হ্যাঁ হয় তাহলে টিউনটি হয়ত আপনার এই সমস্যাটি সমাধানে সাহায্য করবে। আর কেউ এই সমস্যায় পড়ে না থাকলে তারাও জেনে রাখতে পারেন টিউটোরিয়ালটি। আজ আপনার এই সমস্যা দেখা দেয়নি পরবর্তীতে সমস্যায় পড়বেন না তাঁর গ্যারান্টি কে দিবে? এখন বলে রাখছি, আমি এই অভ্র সংক্রান্ত সমস্যায় যেভাবে আমার সমস্যা সমাধান করেছিলাম সেটিই আজ শেয়ার করছি। হয়ত আপনার সমস্যাটি অন্যও হতে পারে তবে এই পদ্ধতি প্রয়োগ করেও দেখতে পারেন। চলুন শুরু করে দেয়া যাক আজকের পদ্ধতিঃ
অনেক ধন্যবাদ কষ্ট করে টিউনটি পড়ার জন্য। আমি আশাবাদী আপনি অভ্র হ্যাং সমস্যায় পড়ে থাকলে আজকের টিউটোরিয়ালে আপনার উপকার হয়েছে। ঘুরে আসতে পারেন আমার ব্লগ থেকে নতুন কিছু টিউন পড়ার জন্য। আবারো ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের টিউন। আল্লাহ হাফেজ।
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
অনেক ধন্যবাদ। আমি কয়েকদিন এই ঝামেলায় ছিলাম। সমাধান পেলাম। কাজ ও করছে আপনার আইডিয়াটা
অনেক অনেক ধন্যবাদ