আর নেই বেশি দিন! নিজেই ঈদ কার্ড তৈরী করে পাঠিয়ে দিন বন্ধুকে

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।


প্রথমে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন, আর কয়েক পর আমাদের সামনে ঈদুল উল ফিতর এর ঈদ এই ঈদ কে ঘিরে আমরা বিভিন্ন কার্ড দিয়ে বন্ধু/বান্ধীকে শুভেচ্ছা জানাই। আজ থেকে আপনাদের আর ঈদ কার্ড কিনতে হবে বা আমি যে সফট টি দিচ্ছি সে সফট দিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে পারবেন।

তাহলে আর দেরি কেন এখান থেকে সফট টি ডাউনলোড করে আপনার পিসিতে চালু করুন, পোর্টেবল তাই ইন্সটল দেওয়ার কোন ঝামেলা নেই।

এবার File>New> বাটনে ক্লিক করুন তারপর পছন্দের সাইজ দিয়ে Create Project এ ক্লিক করুন।

এবার আমাদের ছবি নিতে হলে Add New Photo বাটনে ক্লিক করে আপনার ১টি ছবি নিন। নিচের Background থেকে পছন্দের কালার দিয়ে Ok ক্লিক করুন ।

এবার ছবির চারপাশে Clip Art, দিতে হলে যে কোন Clip Art সিলেক্ট করে Add to Image বাটনে ক্লিক করুন ।

আর ছবির চারপাছে ফ্রেম দিতে হলে Add to picture Frame বাটনে ক্লিক করে পছন্দের ফ্রেম সিলেক্ট করে দিন।


আর আপনার ঈদ কার্ডের মধ্যে কোন লেখা লিখতে হলে উপরের দেখা মত কাজ করুন ।


সবশেষ আপনার ঈদ কার্ড Save করতে সেভ বাটনে ক্লিক করে সেভ করে রাখুন ।

ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না।

আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর তো !

    @Mashpy Says: ধন্যবাদ @ আর ভাই সে অনেক আগে আপনার টিউনগুলো পড়ে ছিলাম অনেক কাজের ছিল @ এখন যে আপনার টিউন আর পাইনা কবে যে আপনার টিউন @ ধন্যবাদ

      @হোছাইন আহম্মদ: অসাধারন বস !!! আপনার টিউন গুলা অসাধারন হয় …………………………………………

        @মাহফুজুর রহমান জয়: ধন্যবাদ @ আর টিটিতে স্বাগতম।

          @হোছাইন আহম্মদ: আবারো ধন্যবাদ 🙂

          @হোছাইন আহম্মদ: থাঙ্কু ,কিন্তু পোস্ট টা আজকে দেখলাম আর ঈদ ত শেষ হইয়া গেলো

      @হোছাইন আহম্মদ: আসলে ব্লগিং করি ঠিকই কিন্তু টেটিতে পোস্ট করি না। কারন কমেন্টের খুবই খরা। যা লিখি নিজের ব্লগেই লিখি। এবার মানুষ পড়লে পড়ুক না পড়লে নাই। গতকালই একটা পোস্ট লিখেছিলাম।

      http://blog.mashpy.me/