ঘরে প্রচুর মশা ? মশার উপদ্রবে আপনার ঘরে থাকতে কষ্ট হচ্ছে? আপনি অ্যারোসল দিয়েও কোনো কাজ রেজাল্ট পাচ্ছেন না। আবার বেশি অ্যারোসল বা কয়েল জ্বালালে ও বাচ্চাদের ক্ষতির ভয় আছে। আর, মশারি তো জঞ্জলের বোঝা। তাহলে, এখন কী করা যায়? আর নেই দুসচিন্তা। একটুখানি বুদ্ধি খাটান। তাহলেই সব সমাধান পেয়ে যাবেন, আর তা আপনার হাতের নাগালের মধ্যে ই। একটি মাত্র সাধারণ টিপসে মশার গুস্টি শুদ্ধ দূর হবে। মশারা বাপ বাপ বলে ছুটে পালাবে। নিজের ঘরে নিজেই তৈরি করে নিন মশা তাড়ানোর জম।
ভাবছেন কীভাবে এটা সম্ভব? না, এটা কোন আলাদিনের চেরাগের মত কোন কিছু নয়। শুধু একটি ছোট বুদ্ধি। আর, নো চিন্তা, ডু ফুরতি। এর জন্য মাত্র দুটি জিনিস লাগবে। আর তা সবার ঘরেই পাওয়া যায়। সুতরাং, এখুনি হয়ে যাক শুরু খেলা।
দেখুন আপনার ঘরে লেবু ও লবঙ্গ আছে কিনা। মাত্র একটি পাতি লেবু এবং ১০টি লবঙ্গ নিন। পাতি লেবুটি মাঝখান দিয়ে কেটে নিন। এরপর সেই পাতিলেবুর কাটা অংশে ৫টি/৬টি করে লবঙ্গ গুঁজে দিন। বাটিতে করে ঘরের নির্দিষ্ট জায়গায় রেখে দিন। দেখুন, কিছুক্ষণের মধ্যেই মশারা ঘর থেকে বাপ বাপ বলে পালাবে। কি ভাবছেন? মজা করছি? না, মজা না। দেখুন না, ম্যাজিকটি।
আর অ্যারোসলের মতো এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই নিঃশ্চিন্তে ব্যবহার করতে পারেন এটা।
সুযোগ পেলে, আমার ব্লগে একটু ঘুরে আসতে পারেন, আমার ব্লগঃ Best Info Blog
আমি মুহাম্মাদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম "ইউসুফ"। আমি একজন নতুন ব্লগার । তেমন ভাল কিছু লেখার অভিজ্ঞতা কম কিন্তু চেস্টা করছি । সুযোগ পেলে আমার ব্লগটিতে http://infozone24.com একটু ঢু মেরে আসবেন, প্লীজ।
ইউসুফ ভাই, অসংখ্য ধন্যবাদ টিউনের জন্য। এটি কতটুকু পরীক্ষিত?