ওয়েব হোস্টিং কেনার আগে বিবেচ্য বিষয়াবলী

যেখানে আমাদের ওয়েবসাইট এর পেজ গুলো থাকে, সেটাই হলো ওয়েব হোস্টিং। প্রতিটা ওয়েবসাইট অসংখ্য পেজ নিয়ে তৈরি, এই পেজ গুলো থাকার স্থানই ওয়েব হোস্ট বা ওয়েব হোস্টিং নামে পরিচিত। এই স্থান গুলো হল সার্ভার এর হার্ডডিস্কের স্পেস বা স্থান। এই সার্ভার কম্পিউটার গুলোই বিশ্বের সবগুলো ওয়েবসাইট এর ডাটা সংরক্ষণ করে রাখে। এটা কোনো এক জায়গা বা একটা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে না। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন স্থানে ডাটা সেন্টার বা সার্ভার সেন্টার বসিয়ে ওয়েব হোস্টিং সেবা প্রদান করে।

হোস্টিং নির্বাচনের আগে নিন্মোক্ত বিষয় গুলো বিবেচনায় রাখা আবশ্যকঃ

সার্ভার এর অপারেটিং সিস্টেমঃ

হোস্টিং সার্ভার গুলো লিনাক্স কিমবা উইন্ডোস সার্ভার অপারেটিং সিস্টেমের হতে পারে। ওয়েবসাইট এর ফাংশনালিটি ও কনফিগারেশনের উপর হোস্ট এর অপারেটিং সিস্টেম ততটা প্রভাব ফেলে না। কিন্তু উইন্ডোস সার্ভার অপারেটিং সিস্টেমের চাইতে লিনাক্স সার্ভার অপারেটিং সিস্টেম অত্যাধিক জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত। আর তুলনামূলক সস্তাও বটে। তাই, যদি বাছাই করে হোস্টিং কিনতে হয়, তবে লিনাক্স অপারেটিং সিস্টেম হোস্টিং সার্ভার নেয়াই ভালো।

ওয়েব হোস্টিং এর প্রকারভেদঃ

শেয়ারড, ভিপিএস, ডেডিকেটেড এই তিন রকমের হোস্টিং বেশ প্রচলিত। শেয়ারড হোস্টিং এর ক্ষেত্রে অনেকগুলো ওয়েবসাইট একটা ওয়েব সার্ভার এ বিদ্যমান থাকে। প্রতিটি ওয়েবসাইট এর জন্য সার্ভার এ একটা করে স্বতন্ত্র ফোল্ডার থাকে, যা দ্বারা প্রতিটি ওয়েবসাইট ঐ সার্ভার এ আলাদা ভাবে থাকে। সবচেয়ে কম দামে এই হোস্টিং গুলোই পাওয়া যায়। নতুন যারা হোস্টিং নিতে চান তাদের জন্য সাধারনত শেয়ারড হোস্টিং সবচেয়ে ভালো অপশন। কম ভিজিটর এর ওয়েবসাইট এর জন্য এর কোনো বিকল্প নেই। সাধারনত শেয়ারড হোস্টিং এর সার্ভার যে কোনো ওয়েবসাইট এর জন্য ৫০০০০ ভিজিটর এর চাপ স্বাভাবিক ভাবে নিতে পারে। আনলিমিটেড ব্যান্ডউইথ এর শেয়ারড হোস্টিং সবচেয়ে বেশি ভিজিটর কে সার্ভিস দিতে পারে। এই ধরনের শেয়ারড হোস্টিং সার্ভার অনেক বেশি শক্তিশালী হয়। হোস্ট অর্থাৎ সার্ভার কনফিগারেশনের উপর ভিত্তি করেই কেবলমাত্র এটা ঠিক করা যায়।  এর চাইতে বেশি ভিজিটর হলে ভার্চুয়াল সার্ভার বা ডেডিকেটেড ব্যবহার করতে হবে আপনাকে। ভার্চুয়াল সার্ভার বা ভিপিএস হল ভার্চুয়াল মেশিন। যদিও এগুলো ডেডিকেটেড অর্থাৎ ১ টা ফিজিক্যাল সার্ভার এ বিদ্যমান থাকে। মূলকথা, ডেডিকেটেড সার্ভার এর কিছু অংশ নিয়ে ভার্চুয়াল সার্ভার গুলো তৈরি হয় যেগুলো প্রায় ডেডিকেটেড সার্ভার অর্থাৎ ফিজিক্যাল সার্ভার এর মতই আচরণ করে। ওয়েবসাইট যদি অত্যন্ত ভারী আর প্রচুর ভিজিটর আসার মত সামর্থ্যবান হয়, তবে ভিপিএস বা ডেডিকেটেড সার্ভারই ভরসা।

ডিস্ক স্পেসঃ

আপনার ওয়েবসাইট এর ডাটা বা জিনিসগুলো রাখার জন্য আপনি কতটুকু স্থান পাচ্ছেন, সেটাই হল ডিস্ক স্পেস। সাধারণত ২০০ মেগাবাইট হোস্টিং হলেই ছোট একটি ওয়েবসাইট এর জন্য যথেষ্ট হয়। কিন্তু ডায়নামিক কিমবা সিএমএস বা আরো ভারী ওয়েবসাইট হলে, সেক্ষেত্রে ডিস্ক স্পেস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শেয়ারড হোস্টিং এ অনেক সময় আন লিমিটেড ডিস্ক স্পেস অফার থাকে। কিন্তু বাস্তবে সেখানে অনেক নিয়ম-কানুন বা কন্ডিশন দেওয়া থাকে। তাই আন লিমিটেড ডিস্ক স্পেস অফারের শেয়ারড হোস্টিং বর্জন করাই ভালো। তাছাড়া আন লিমিটেড ডিস্ক স্পেস অফারের শেয়ারড হোস্টিং এর সার্ভার আপটাইম ভালো হয় না। আপনার যদি মনে হয়, আপনার ওয়েবসাইট এ অনেক পেজ বা লেখা থাকবে, ওয়েবসাইট এ অনেক ডাটা থাকবে তবে ২ জিবি, ৫ জিবি বা ১০ জিবি হোস্টিং বেছে নিতে পারেন। মুভি ডাউনলোড বা বড় ফাইল ডাউনলোড ভিত্তিক ওয়েবসাইট গুলোতে সাধারণত আন লিমিটেড হোস্টিং এর প্রয়োজন হয়। এসব ক্ষেত্রে আনলিমিটেড ব্যান্ডউইথ থাকা বাঞ্ছনীয়।

ব্যান্ডউইথঃ

আপনার ওয়েবসাইট এর ভিজিটরের কম্পিউটার আর ওয়েব হোস্টিং সার্ভার এর মধ্যে কতটুকু ডাটা আদান প্রদান হতে পারবে তা বোঝাতেই ব্যান্ডউইথ লিমিট ব্যবহার করা হয়। ব্যাপারটা এমন, আপনার ওয়েবসাইট এর একটা পাতার সাইজ ১০ কিলোবাইট। যখন একজন ভিজিটর ঐ পাতাটি একবার দেখেন, তখন  আপনার ব্যান্ডউইথ লিমিট থেকে ১০ কিলোবাইট কাটা যায়। এটি সাধারণত মাসের হিসেবেই গননা করা হয়। শুধু পেজ দেখলেই নয়, আপনি যখন কোনো ফাইল আপলোড দিচ্ছেন, তখন আপনার ঐ ফাইল এর সাইজ এর ব্যান্ডউইথ কাটা হয়। তাই এই ব্যান্ডউইথ লিমিট এর ঝামেলা থেকে বাচার জন্য আন লিমিটেড ব্যান্ডউইথ সুবিধা আছে এমন হোস্টিং বেছে নেওয়া উচিত।

সৌজন্যেঃ    গ্রীন হোস্টিং

Level 0

আমি ভাস্কর বনিক বনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি বিগত পাঁচ বছর যাবত এসইও এবং ওয়েব ডেভোলাপমেন্ট এর বিভিন্ন কাজ করেছি। টেকটিউনস একটি অসাধারন প্লাটফরম নিত্য নতুন কিছু জানার ও শিখার। আমি টেকটিউনস অনেক ভালবাসি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Very nice article 🙂

    @Readul87: গ্রীন হোস্টিং এর এই টিউন টি আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। গ্রীন হোস্টিং সম্পর্কে আরো জানতে চাইলে ০১৮৪০৩৩৭৯৬৯ নম্বরে মোবাইল করতে পারেন।

I was expecting recommendation. If you can give some recommendation with the definition.

    @James Wilson: কি ধরনের রিকমেন্ডেশন আপনি আশা করছেন? “গ্রীন হোস্টিং”

      @ভাস্কর বনিক: that means which hosting provider will be best and will full fill all that you described. It may be one or multiple.

        @James Wilson: আপনি “গ্রীন হোস্টিং” থেকে আপনার হোস্টিং নিতে পারেন। টিউনে বর্ণিত সকল সুবিধা “গ্রীন হোস্টিং” এ রয়েছে। মোবাইলঃ ০১৮৪০৩৩৭৯৬৯। দেশি বিদেশি অনেক ভালো ভালো হোস্টিং কোম্পানি আছে আপনাকে এ ধরনের সুবিধা দিবে। তবে আমি গ্রীন হোস্টিং কে রিকোমেন্ড করবো।

Level 0

শেয়ার করার জন্য ধন্যবাদ ।

[আনলিমিটেড ব্যান্ডউইথ এর শেয়ারড হোস্টিং সবচেয়ে বেশি ভিজিটর কে সার্ভিস দিতে পারে। এই ধরনের শেয়ারড হোস্টিং সার্ভার অনেক বেশি শক্তিশালী হয়।] << এই তথ্য আপনি কোথায় পেয়েছেন একটু বলবেন ভাই?

    @চুপ চাপ: এটা তো খুব সহজ ব্যাপার ভাই। আপনি যদি লিমিটেড ব্যান্ডউইথ এর হোস্টিং কিনেন, তবে আপনার ব্যান্ডউইথ লিমিট শেষ হওয়ার সাথে সাথে আপনার ওয়েবসাইট এর ভিজিটরা আর আপনার ওয়েবসাইট কে ভিজিট করতে পারবে না। অর্থাৎ আপনার হোস্টিং সার্ভার ভিজিট দের কে সার্ভিস দিতে পারবে না। এটা হলো একটা ব্যাপার। অপর দিকে যেসব হোস্টিং সার্ভার এর কনফিগারেশন মোটামুটি বা মাঝারি মানের হয়, মানে অতিরিক্ত ভিজিটর এর চাপ নিতে পারে না, তখন হোস্টিং কোম্পানি গুলো নিজেদের সুবিধার জন্য লিমিটেড ব্যান্ডউইথ দিয়ে কাস্টোমারদের কে সন্তুষ্ট রাখে। ভালো কনফিগারেশন এর সার্ভার অনেক বেশি লোড নিতে পারে। ফলে প্রচুর ভিজিটরকে সার্ভিস দিতে পারে। —- ধন্যবাদ।

মনে করেন আমার একটা সাইটে দৈনিক ৪০,০০০ ভিজিটর আসে। ভাল কোনো শেয়ারড হোস্টিং প্রভাইডার তার শেয়ারড সার্ভারে আমার সাইট চালাতে দিবে? তার আনলিমিটেড ব্যান্ডউইথ আছে। দিবেনা। কারন এই সাইট বেশি লোড করবে। ভাল কোনো প্রভাইডার হাই লোড এর সাইট শেয়ারডে চালাতে দিবেনা। আর যারা সার্ভারের টেক কেয়ার করেনা তাদের কথা ভিন্ন। আনলিমিটেড ব্যান্ডউইথ হলেই যে বেশি ভিজিটর এর সাইত শেরাডে চালানো যাবে এমন কোনো যুক্তি বা কথা নাই।

    @চুপ চাপ: ভাই আমিও আপনার সাথে একমত। তবে সবটুকু নয়। আপনার ওয়েবসাইট এ যদি গড়ে ৪০০০০ ভিজিটর থাকে তাহলে লোড বেশি হয়ে যাবে। শেয়ারড হোস্টিং এ তা চালানো কঠিন হবে। তবে আনলিমিটেড ব্যান্ডউইথ দিয়ে অবশ্যই লিমিটেড ব্যান্ডউইথ থেকে বেশি ভিজিটর সার্ভিস দেওয়া যাবে।

ভাই আপনি কোন গ্রহ থেকে অবতরণ করছেন?

    @টিউটোহোস্ট: কেনো ভাই, আপনি কোন গ্রহ থেকে ঘুম থেকে উঠলেন?

টেকটিউনস তাহলে কেন আপনার থেকে আনলিমিটেড হোস্টিং নেয় না?

    @Saleh Ahmed: এই প্রশ্নটার উত্তর সালেহ আহমেদ ভালো বলতে পারবেন। আশা করি, টেকটিউনস এর আলেস্কা রাঙ্ক দেখে এটা উনি বুঝতে পারবেন।

      @ভাস্কর বনিক: প্রশ্নটার উত্তর আপনার থেকেই আশাকরছি। https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/76835 এই লেখাটা পড়ে নিয়েন। ভবিষ্যতে কাজে লাগতে পারে।

        @Saleh Ahmed: ধন্যবাদ সালেহ আহমেদ। আপনার টিউনটি বেশ কাজের। আমার অনেক ভালো লেগেছে।

আপনাদের কাস্টমার দেখি hostmight এর গুন গান করছে http://pokit.org/get/img/85c1e8eb8e361469bc8aa444780a25c2.jpg

    @চুপ চাপ: ধন্যবাদ চুপ চাপ ভাই। এই বিষয়টি আমাদের চোখ এড়িয়ে গেছে। আমাদের ভুল ধড়িয়ে দেওয়ার জন্য আপমাকে আবারও ধন্যবাদ। এটা আমাদের ওয়েব ডিজাইনার এর ভুল এর কারনে ঘটেছে। আমরা এটা ঠিক করে দিচ্ছি।

লিমিটেড ব্যান্ডউইথ ততোটাই লিমিট দেয়া হয় যতটা হলে চলবে।

Kaw Amara Mairalaaaaaa!!!!!!!

Copy/paste kora Banano Website 😀 😀 😀

Tar Upor Abar Olpobidda Voyonkor 😛 😛 😛

(Ami tamon kisu jani na Toba kochi Mon Janta Chay , Ki Kora Unlimeted Hosting Possible ? )

    @arifinat100: আপনার কচি মনকে বলুন, গুগল মামার সাথে যোগাযোগ করতে।

      গ্রীন হোস্টিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ

        @ভাস্কর বনিক: OK Then Ami Akta Unlimited HDD Kinta Chai !!! 😀 😀 😛
        Apnar Kaca Ki Paowa Jaba ???

          @arifinat100: মজা করার জন্য আপনি এই কথা গুলো বলছেন। কিন্তু আমি সিরিয়াসলি বলছি, গ্রীন হোস্টিং এ সাপোর্ট টিকেট তৈরি করে আপনার রিকোয়ারমেন্ট বলুন। আমাদের সাপোর্ট ডিপার্টমেন্ট আপনাকে সাহায্য করবে।