Telatalk আগামী সিম রেজিট্রেশন করবেন কীভাবে? GPA-5 যারা পেয়েছেন তারা দেখুন।

আসুন আগে জানি টেলিটক আগামী সিম কি?

এটি হল বিশেষ নম্বরের সিম, যেটা সরকার আপনাকে দিবে।

তবে আপনাকে এস,এস,সি তে অবশ্যয় GPA 5 পেতে হবে।

২০১৩ এবং ২০১৪  সালে যারা A+ পেয়েছেন তারা এই সিম নিতে পারবেন।

(২০১৩ সালে যারা রেজিট্রেশন করেন নাই/ সিম নেন নি, তারা এবার আবার রেজিট্রেশন করুন, আপনারাও সিম পাবেন ২০১৪ সালে A+ ধারীদের সাথে)

সিম পেতে করণীয়-

  • প্রথমে যেকোন টেলিটক সিম থেকে GPA5, BoardRoll, Passing year, Mobile no লিখে 16222 এ SMS করতে হবে ।

(এখানে এস.এস.সি.  এর , Passing Year 2013/2014 , মোবাইল নাম্বার-আপনার নিজের যেকোন নাম্বার দিবেন। )

উদাহরণ – GPA5 Dhaka 123456 2014 01************

  • ফিরতি SMS এ আপনি আপনার নাম ও একটি রেজিস্টেশন কোড নাম্বার পাবেন ।
  •  এরপর অনলাইন রেজিস্ট্রেশন এর জন্য http://gpa5.teletalk.com.bd  অথবা এখানে  ভিজিট করে সকল তথ্য অবশ্যই পূরন করতে হবে ।
  • সকল তথ্য দিয়ে তারপর সাবমিট এ ক্লিক করতে হবে । সাবমিট এ ক্লিক করার পর আরেকটি  পেইজ আসবে । এখানে আপনি আপনার বাবা অথবা মা এর নামে সিমটি রেজিস্ট্রেশন এর জন্য সকল তথ্য দিয়ে পূরণ করবেন ।
  • সকল তথ্য পূরণ করার পর সাবমিট এ ক্লিক করবেন । এখানে ফরম পুরন করার সময় আপনি কোথা থেকে সিম উত্তলোন করতে চান তা নির্বাচন করবেন । আপনার জেলায় টেলিটকের কাস্টমার কেয়ার না থাকলে পাশের জেলায় বা আপনার যেখানে সুবিধা হয় ওই কস্টমার কেয়ার এর নাম সিলেক্ট করুন । Identifier এ আপনার পরিচিত কারো নাম , ভোটার আইডি কার্ডের নাম্বার ও মোবাইল নাম্বার দিয়ে সাবমিট এ ক্লিক করুন । তথ্য ঠিক থাকলে আপনি একটি পেজ পাবেন ।
  • এই পেইজে আপনি প্রথমে আপনার সব তথ্য চেক করে ্নিশ্চিত হবেন এবং Confirm এ ক্লিক করবেন । তারপর আপনি প্রিন্ট বা সেভ করার অপশন পাবেন ।
  • তারপর আপনি অবশ্যই ফর্মটি প্রিন্ট করে নিবেন ।

নিচের PDF থেকে বিস্তারিত জেনে নিতে পারেন

ডাউনলোড 

সুবিধা-

নিচের ছবিতে দেখে নিন কি সুযোগ-সুবিধা দিচ্ছে টেলিটক আগামী।

আমি ২০১০ A+ পেয়েছিলাম এইচ,এস,সি তে। সেইবার প্রথম আগামী সিম দেওয়া শুরু করে টেলিটক। (কোড- ০১৫-২০১০)

তখন এইচ,এস,সি A+ পেলে দিত।

এখন এস,এস,সি এর ছোট ভাই-বোনেরা পাবে।

তবে কেউ ভুল করবেন না, এই সিম দিয়ে অনেক সুবিধা পাবেন।

কোন সমস্যা হলে আমাকে জানাবেন।

ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Valo kay balo…R karap ar jonno…valo valo… LOL

২০ তারিখ লাস্ট ডেট।

Level 0

ধন্যবাদ আই,টি সরদার ভাই খুব সুন্দর টিউন এর জন্য।

VIE amar agami sim youth package a poriborton hoyace , how can i get back agami package ? If i collect new sim from office , then can it be agami package ? I got agami sim in 2010 for HSC.

ভাই রেজঃ এর সময় ফরম পুরন করতে আইডি কারডের তথ্য চায়। এগুলো কি আমার বাবার আইডি কারডের দিলে হবে?