আসুন আগে জানি টেলিটক আগামী সিম কি?
এটি হল বিশেষ নম্বরের সিম, যেটা সরকার আপনাকে দিবে।
তবে আপনাকে এস,এস,সি তে অবশ্যয় GPA 5 পেতে হবে।
২০১৩ এবং ২০১৪ সালে যারা A+ পেয়েছেন তারা এই সিম নিতে পারবেন।
(২০১৩ সালে যারা রেজিট্রেশন করেন নাই/ সিম নেন নি, তারা এবার আবার রেজিট্রেশন করুন, আপনারাও সিম পাবেন ২০১৪ সালে A+ ধারীদের সাথে)
(এখানে এস.এস.সি. এর , Passing Year 2013/2014 , মোবাইল নাম্বার-আপনার নিজের যেকোন নাম্বার দিবেন। )
উদাহরণ – GPA5 Dhaka 123456 2014 01************
নিচের PDF থেকে বিস্তারিত জেনে নিতে পারেন
নিচের ছবিতে দেখে নিন কি সুযোগ-সুবিধা দিচ্ছে টেলিটক আগামী।
আমি ২০১০ A+ পেয়েছিলাম এইচ,এস,সি তে। সেইবার প্রথম আগামী সিম দেওয়া শুরু করে টেলিটক। (কোড- ০১৫-২০১০)
তখন এইচ,এস,সি A+ পেলে দিত।
এখন এস,এস,সি এর ছোট ভাই-বোনেরা পাবে।
তবে কেউ ভুল করবেন না, এই সিম দিয়ে অনেক সুবিধা পাবেন।
কোন সমস্যা হলে আমাকে জানাবেন।
ধন্যবাদ সবাইকে।
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
Valo kay balo…R karap ar jonno…valo valo… LOL