এখন আমরা দিন ভার্চুয়াল নির্ভর হয়ে যাচ্ছি।
কম্পিউটার ছাড়া আমরা চলতে পারবো, এটা অনেকে কল্পনা করতে পারে না।
কিন্তু এই জীবনকে নিরাপত্তা দিতে দরকার বাড়তি সতর্কতা।
প্রতিনিয়ত ভাইরাস যেভাবে আমাদের আক্রমণ করছে, তাতে একটু বেশিই নজর দেওয়া দরকার এই দিকটাতে।
ম্যালওয়্যার আক্রমণ এখন আমাদের বেশি ভাবায়।
পিসিকে আপডেট রাখতে ফ্রি অ্যাভাস্ট ব্যবহার করতে পারেন। তবে নিতমিত অনলাইনে অ্যান্টি-ভাইরাসটি আপডেট করতে হবে।
এই সফটওয়্যারটি অ্যান্টি-স্পাইওয়্যার এবং অ্যান্টি-রুটকিট নিরাপত্তা ফিচারটি অধিকাংশ ম্যালওয়্যারকেই ঠেকিয়ে দিতে সক্ষম।
ম্যালওয়্যার আক্রমণ থেকে পিসিকে রক্ষার জন্য মাইক্রোসফট নিয়মিত তাদের ভার্সন বদলায়।
এজন্য চেষ্টা করুন যতদূর সম্ভব পিসিকে আপডেট রাখতে।
মাইক্রোসফট ম্যালওয়্যার ঠেকাতে ‘প্যাচ’ আপডেট করে প্রতি সপ্তাহে।
সেহেতু প্যাচ আপডেট করুন নিয়মিত।
অথবা অটো-আপডেট দিতে পারেন এই প্যাচ গুলো।
এভাবে আপনার পিসি নিয়মিত আপডেট রাখুন, আর মুক্ত থাকুন ম্যালওয়্যার থেকে।
অনেকে ম্যালওয়্যার মুক্ত থাকতে ম্যালওয়্যারবাইট ব্যবহার করতে বলেন।
(ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এবং bdnews24.com অবলম্বনে)
ধন্যবাদ সবাইকে।
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
windows update আলাদা ভাবে download করা যাই ??? জানাবেন একটু