টিউনে ছবি এলোমেলো এলে যা করবেন

নতুন যারা টেকটিউনে এসেছেন তারা অনেকেই টিউনে ছবি দিতে গিয়ে এলোমেলো করে ফেলেন এবং টিউনটা দেখতে সুন্দর লাগে না। এই সমস্যার কথা জানিয়ে একজন নতুন টিউনার আমার কাছে সাহায্য চেয়েছেন কিন্তু এই সমস্যা তার একার না আরও অনেকেরই হতে পারে, এজন্য ভাবলাম একটা টিউন করলে মন্দ হয় না, আর বসে পরলাম। যাই হোক নিচের মত করে টিউন করলে আসাকরি আপনার টিউনের ছবিগুলো আর এলোমেলো হবে না।
প্রথমে আপনার টিউনার প্যানেল এ প্রবেস করুন এবং New Post এ ক্লিক করুন, এখানে প্রথমে যে ফাকা ঘরটি পাবেন সেখানে আপনার টিউনের হেডলাইনটি লিখুন (নিচের ছবির মত)।
1
হেডলাইন লেখার পর একটু নিচে যে ফাকা ঘরটি পাবেন সেখানে আপনার টিউনটি লিখুন (নিচের ছবির মত)।
2

অনেকেই টিউনে লেখে এই লিংক হতে ডাউনলোড করুন বা এখানে ক্লিক করুন। আর এই লিংকে বলে হাইপারলিংক।
তাহলে শুরু করা যাক। HTML এ ক্লিক করুন।
22
এভার link এ ক্লিক করুন।
222
তারপর আপনি যে লিংকটি দিতে চান তা লিখুন বা কপি পেষ্ট করে দিন।

এবার টিউনে ছবি যোগ করার জন্য Tune Images এ ক্লিক করুন (নিচের ছবির মত)।
3
এখানে Browse... এ ক্লিক করে আপনার ছবিটি দেখিয়ে দিন এবং আপলোড এ ক্লিক করুন। কিছু ক্ষনের মধ্যে ছবি আপলোড হয়ে যাবে এবং আপনাকে কিছু অপশন দেখাবে (নিচের ছবির মত)।
5
এখানে Center এবং সম্পূর্ণ আকারে রেডিও বাটন দুটিতে যাথাক্রমে ক্লিক করুন এবং Insert into post এ ক্লিক করুন।
এবার Tune Tags এ টিউনটির জন্য তিনটি নাম দিন "," দিয়ে দিয়ে। তারপর বিভাগ নির্বাচন করে প্রকাশ বাটনে ক্লিক করে প্রকাশ করে দিন।
বিঃদ্রঃ অবশ্যই প্রতিটা ছবি যোগ করার আগে এবং পরে কিবোট থেকে Enter চাপবেন।

Level 0

আমি অদ্ভুত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খু্বই উপকারী টিউন। নতুনদের জন্য খুব কাজে আসবে।

    নতুনদের জন্যই করা। ধন্যবাদ আপনাকে।

ভালো কাজ়ে দিবে। ধন্যবাদ

টেকটিউনসকে অনেক দিন ধরে পর্যবেক্ষণ করতেছি, সাহস করে টিউন একটা ও করতে পারলাম না ।
এবার দেখব চেষ্টা করে ।

jotil
Computer Tips & Tricks
http://www.a2zbd.info

ভাল এবং দরকারী টিউন।

Level 0

অদ্ভুত ভাই, তথ্যবহুল পোস্ট, আশাকরি অনেকেরই কাজে লাগবে।

Level 0

ধন্যবাদ,
হয়ত এর মাধ্যমে নতুন টিউনারদের জড়তা কেটে উঠবে

Level 0

খুবই সহজ নতুনদের কাজে আসবে , ধন্যবাদ আপনাকে ।

ntun der khub kaj dibe,jemon ami,odvud vai,arekta request,onek tune e deki,oneke link dey evbe-dnwnload HERE.Ei HERE e click korlei oi link e chole jay.odvud vai,e bepare kono tune korle khub upokar hoy,by da way

Level New

ধন্যবাদ ভাইয়া আমি তো নতুন তাইইইইইইইই

ভাই অনেক টিউনে দেখি সবাই লেখে-“এখান থেকে ডাউনলোড করুন”।এখানে “ডাউনলোড ” শব্দে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যায়।এটা কিভাবে করে বিস্তারিত জানাবেন।
ধন্যবাদ।

    ভাই করে দিয়েছি। আমাকে একটু বলবেন আপনি নামের পাশে কিভাবে ⎝⓿⏝⓿⎠ এটা যোগ করলেন? (কপি পেষ্ট করে কি?)

খুব সুন্দর টিউন, নতুনদের অনেক কাজে লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।