আসসালামুয়ালাইকুম, প্রিয় টিউনার ও পাঠক বন্ধুগণ সবাই কেমন আছেন? আশা করি ভাল! আমিও মহান আল্লাহ্ তায়ালার অশেষ রহমতে ভাল আছি ।
এখন আমি যে টিউনটি শেয়ার করব তা হয় তো বা অনেকেরই জানা আছে! যাদের জানা নেই অর্থাৎ নতুনদের জন্য আমার এই টিউন ।
আপনি যদি কোন টপ-লেভেলের ডোমেইন যেমনঃ .com, .net, .org, .info, .mobi, .us, .biz, .co ইত্যাদি এর প্রায় যাবতীয় ইনফর্মেশন দেখতে চান তাহলে “এই লিংকে” ক্লিক করুন তাহলে নিচের মত একটি এন্টারফেস দেখতে পাবেন ।
এবং লাল দাগ দেয়া বক্স টিতে আপনার কাঙ্ক্ষিত ডোমেইন এর নামটি লিখুন । তাহলে নিচের মত ডোমেইন এর সকল তথ্য দেখতে পারবেন, যেমন আমি লিখলাম amaderblog.net
উপরের সাইটটিতে .bd ডোমেইন এর তথ্য গুলো দেখতে পাবেন না । .bd ডোমেইন এর তথ্য পেতে "এখানে ক্লিক" করুন ।
তার পর নিচের মত একটি এন্টারফেস আসবে:
সেখানে যে কোন একটি ডোমেইন লিখুন । যেমন আমি লিখলাম techtunes.iom তার পর টেকটিউনস এর ডোমেইন তথ্য গুলো দেখতে পাবেন যেমনঃ ডোমেইনটি কার নাম এ নিবন্ধন হয়েছে । কত সালের কত তারিখে নিবন্ধন হয়েছে এবং নেম সার্ভার ইত্যাদি । চিত্রঃ
টিউনটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ । কোন সমস্যা হতে টিউমেন্ট করতে ভুলবেন না ।
ইন্টারনেট সম্পর্কিত যে কোন আলোচনা করতে ময়মনসিংহসোর্স(অফিসিয়াল গ্রুপ) এ জয়েন করতে পারেন ।
সময় পেলে আমার ইসলামিক ব্লগ সাইট "আমাদেরব্লগ.নেট" ভিজিট করার আমন্ত্রণ রইল।
আমি মোঃ আরাফাত রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 55 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শেয়ার করার জন্য ধন্যবাদ।