সবসময় তো মাউস ব্যবহার করেন কম্পিউটারে।
এবার দেখুন মাউস ছাড়ায় কীভাবে কাজ করবেন।
তাছাড়া হঠাৎ আপনার মাউস নষ্ট ও হতে পারে।
এজন্য শিখে রাখুন কীভাবে মাউস ছাড়াও আপনি কাজ করতে পারেন সাচছন্দে।
প্রয়োজনমতো কারসর নড়ানোর সুবিধাজনক অবস্থান নির্ধারণ করে দিন।
৬ চাপলে ডানে, ৮ চাপলে ওপরে এবং ২ চাপলে কারসর নিচে যাবে।
আর বাম ক্লিকের জন্য নামপ্যাডের ৫ কি, ডান ক্লিকের জন্য+ কি চাপতে হবে।
Turn on Mouse Keys-এ টিক তুলে দিয়ে ওকে করলে কিবোর্ড আর মাউসের মতো কাজ করবে না।
বিঃদ্রঃ- মাউসের কারসর প্রয়োজনমতো সরাতে কম্পিউটারের কিবোর্ডের Num Lock চালু আছে কি না নিশ্চিত হয়ে নিন।
ধন্যবাদ সবাইকে।
সমস্যা হলে আমাকে জানাতে ভুলবেন না।
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
ধন্যবাদ কাজের পোষ্ট