আজ নিয়ে আসলাম একটি ক্ষুদ্র ট্রিকস। ট্রিকসটি কি সেটা ইতিমধ্যেই শিরোনাম দেখেই বুঝে গেছেন। কিন্তু আপনি ভাবতেও পারবেন না যে এই মজার ট্রিকসটি এতোটা ছোট। তাই এতো ছোট টিউন করতে বেশি সময় নিয়ে বড় টিউন করার ইচ্ছে নাই। তাই সোজা কথায় আসি। আপনি এই ট্রিকসের মাধ্যমে ব্রাউজারকেই বানিয়ে ফেলতে পারেন নোটপ্যাড। এটা শুধুমাত্র তাৎক্ষনিক কিছু লিখে রাখার জন্য এবং এট্টু মজার জন্য। এর বেশি কিছু নয়। এর জন্য আহামরি কিছু করতে হবেনা। নিচের যেকোন এক স্টাইলের কোড শুধু ব্রাউজারের এড্রেস বারে পেস্ট করে এন্টার করুন। ব্যাস, তৈরি আপনার নোটপ্যাড।
data:text/html,%20<html%20contenteditable><Title>Notepad By Blogger Maruf</Title>
data:text/html;charset=utf-8,%20<title>Notepad By Blogger Maruf</title><body%20contenteditable%20style="font-family:%20DejaVu;font-weight:bold;background:#1E1E1E;color:#FFFFFF;font-size:1rem;line-height:1.4;max-width:80rem;margin:0%20auto;padding:2rem;"%20spellcheck="false">
পূর্বে প্রকাশিত আমার বাংলা ব্লগের এখানে। আরও মজার মজার ট্রিকস পেতে হাতে সময় থাকলে ঘুরে আসুন আমার ক্ষুদ্র ব্লগ "ব্লগার মারুফ ডট কম" । সবাইকে ধন্যবাদ
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
ধন্যবাদ