বার বার Refresh করা অনেক ঝামেলা নাকি?
ঝামেলা মনে হলে এবার ব্যবহার করুন Auto Refresh প্রোগ্রামিং।
উইন্ডোজ স্বীকৃত কোড।
Windows Registry Editor Version 5.00 [HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\Update] "UpdateMode"=dword:00000000 [HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Explorer\Advanced] "NoNetCrawling"=dword:00000000
বুঝবেন কীভাবে?
আপনার পিসি Slow হবে না। সেহেতু কাজ হচ্ছে নিচ্চিত। কি বলেন?
লিনাক্স 😀
ধন্যবাদ সবাইকে।
সমস্যা হলে আমাকে জানাতে ভুলবেন না।
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
এটা কি প্রত্যেকবার পিসি চালু করার পর করতে হবে ?