অনেক সময় আমাদের ছবিতে বাংলায় কোন কিছু লেখার প্রয়োজন হয়ে থাকে। ফটোস্কেপ ব্যবহার করে সুন্দর সুন্দর ইফেক্ট দিয়ে বাংলা ফন্টে লেখা যায়। কিন্তু অনেকেই একটি সাধারন সমস্যায় পড়ে থাকেন। আমরা যারা অভ্র ফোনেটিক দিয়ে বাংলা লিখি তারা ফটোস্কেপে বাংলা লিখতে গিয়ে সমস্যায় পড়ে যান। আমিও কয়েকদিন আগে এই সমস্যায় পড়েছিলাম। তাই ভাবলাম আজ এটা নিয়েই লিখি।
ফটোস্কেপে বাংলা লিখতে যে ছবির উপর বাংলা লিখবেন সেটা Editor Mode এ খুলুন। এরপর নিচে Home বাটোনের পাশে দেখবেন Object আছে। সেখানে ক্লিক করুন। অবজেক্ট হিসেবে 'T' চিহ্নিত টেক্সট সিলেক্ট করুন।
এবার যে উইন্ডো আসবে সেখানে ফন্ট হিসেবে যেকোন বাংলা ফন্ট সিলেক্ট করুন। অভ্রতে বাংলা চালু করে লেখার সময় দেখতে পাবেন আজেবাজে লেখা উঠছে বা "?? ???? ??" - এরকম লেখা উঠছে। এর কারন হলো আপনার অভ্র ইউনিকোড আউটপুটে চালু আছে। এটাকে ANSI আউটপুটে চালু করতে হবে।
কিভাবে করবেন? খুবই সহজ। আপনার অভ্র বারে গিয়ে সেটিংসে যান। দেখবেন দুটো অপশন আছে - Output as Unicode এবং Output as ANSI. Output as ANSI সিলেক্ট করুন। একটি ওয়ার্নিং মেসেজ আসবে। সেটায় Use ANSI anyway দিয়ে ব্যবহার করা শুরু করুন। এবার দেখবেন Photoscape এ আপনার লেখাগুলো কত সুন্দর বাংলায় আসছে।
লেখা শেষ হয়ে গেলে আবার ইউনিকোড ফরম্যাটে অভ্রর আউটপুট দিতে ভুলবেন না কিন্তু। নাহলে অন্যান্য সাইট ও ডকুমেন্টে বাংলা লিখতে অসুবিধা হবে।
আমি সাইবার উন্মাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি সাইবার উন্মাদ। ভালোবাসি প্রযুক্তিকে। প্রযুক্তির আলো সবার মাঝে ছড়িয়ে দিতে চাই।
সেইরাম হইছে। একই পদ্ধতিতে তো ফটোশপেও বাংলা লেখা যায়। অনেক ধন্যবাদ।