আপনার ন্যাশনাল আই,ডি কার্ডের ভেতরের খবর জানেন কি? না জানলে জেনে নিন!!

আমরা যারা ১৬+ তাদের নিশ্চয়ই ন্যাশনাল আইডি কার্ড আছে ।

ন্যাশনাল আইডি কার্ডের নিচে ১৭ টি  ডিজিট রয়েছে।

আমরা অধিকাংশরাই ন্যাশনাল আইডি কার্ডের যে ১৭ টি ডিজিট  কেন?

তার ভিতরের খবর জানি না।

ভেতরের খবর জানা থাকলে আপনি কারো আইডি কার্ড দেখলেই, তার বিস্তারিত জানতে পারতেন।

আসুন তাহলে দেখি-

আমার আই,ডি নাম্বার-

১৯৯১২৬৯৫০৩১০০০১১১ 

ভিতরের খবর অনুসারে-

১৯৯১-২৬-৯-৫০-৩১-০০০১১১

এখানে- 

  • ১৯৯১- হল জন্ম সাল।
  • ২৬- হল জেলা কোড।
  • ৯- হল আর,এম,ও (রিজিওন)।
  • ৫০- উপজেলা বা থানা কোড।
  • ৩১- পৌর ওয়ার্ড/ইউনিয়ন কোড।
  • আর শেষ ৬ ডিজিট হল আপনার ব্যক্তিগত নম্বর।

আশা করি বুঝচ্ছেন। এখন থেকে  আপনি কারো আইডি কার্ড দেখলেই তার বিস্তারিত এর মাধ্যমে জানতে পারবেন।

নিচের ছবি থেকে ভালোভাবে বুঝে নিন-

ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

notun kichu sikhlam……….. thanks

ভাল হয়েছে ভাই………….ধন্যবাদ..

Level 0

ভাই খুব উপকার হইল ………।

Level 0

সংগ্রহ করে রাখলাম,

আমার টা তো মিলল না,

khub valo laglo…………………..

Level 0

সুন্দর। যদিও আগে জানতাম। ধন্যবাদ!

Level 0

but আমার বেলা জিনিস্তা মিল্লনা