আসসালামু আলাইকুম।
কেমন আছেন? আশা করি ভাল আছেন। 😆 আজ আমি আপনাদের শেখাব কেমনে জিপি সিম দিয়ে ফ্রীতে টিভি দেখতে হয়। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে জিপি Worldcup ফ্রি করে দিয়েছে।
নোটঃ অব্যশই আপনাকে একটা 3G প্যাকেজ নিতে হবে ।
Android User প্রথমে আপনার ডিফল্ট ব্রাউজার ওপেন করুন Not opera or uc . এটা আপনাদের ফোনের Menu তে Internet নামে লেখা আছে ওটা ওপেন করুন । এবার নিচের বক্স থেকে লিন্কটা কপি করে পেস্ট করুন ।
এবার Go করুন । যে কোন একটা Player সিলেক্ট করুন । ব্যাস উপভোগ করুন ফ্রি টিভি ।
PC User
প্রথমে নিচের থেকে VLC Player টা ডাউনলোড করুন ।
আগে থেকে যদি থাকে তাহলে দরকার নাই । মডেম এ নেট কানেকশন দিন ।
ব্যাস আমাদের কন্ফিগার করা হয়ে গেল । এখন ক্যাচটা ঠিক করে প্লে করার পালা ।
যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিচের ভিডিওটা দেখুন ।
আমি মুহাম্মাদ মুনিরুজ জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিন্তু ভাই কিছু পয়সা তো কাটছে।