ইনশাআল্লাহ মাত্র ৩০ দিনে আপনিও ক্বোরআন শরীফের ৩০ তম পাড়া মুখস্ত করতে পারবেন।

ইনশাআল্লাহ মাত্র ৩০ দিনে আপনিও ক্বোরআন শরীফের ৩০ তম পাড়া মুখস্ত করতে পারবেন।

আসসালামু আলাইকুম। বর্তমানে মোবাইলে সারাক্ষণ গান শোনা/ভিডিও দেখা নতুন প্রজন্মের এক সর্বনাশা নেশা। রিক্সায়,  গাড়ীতে, পার্কে সর্বত্র তরুনদের কানে হেডফোন লাগিয়ে গান শোনা একটি ফ্যাশন হয়ে গিয়েছে। আসুন প্রযুক্তিকে আখেরাতের কাজে লাগিয়ে জান্নাত অর্জন করি।

আসুন দেখা যাক, কিভাবে সামান্য কষ্ট করে আমরা পবিত্র ক্বোরআন শরীফের ৩০ তম পাড়া মুখস্ত করতে পারি।

পবিত্র ক্বোরআন শরীফের 30 তম পাড়ায় মোট ৬৬টি সূরা রয়েছে যার মোট আয়াত সংখ্যা ৫৬৪টি। এর মধ্যে শেষের (সূরা ফীল থেকে নাস) সূরাগুলো সকলের মুখস্ত যার আয়াত সংখ্যা ৪৮। বাকী থাকে ৫১৬টি আয়াত,  প্রতিদিন ২৪ ঘন্টায় মাত্র ১৭.২টি আয়াত মুখস্ত করা কি কঠিন? ঘন্টায় ২ টি করে আয়াত কি আমরা পবিত্র রমজান মাসে মুখস্ত করতে পারব না। হ্যা, প্রবল ইচ্ছা, সাধনা ও আল্লাহ পাকের মদদ থাকলে অবশ্যই পারব ইনশাআল্লাহ।

অধ্যবসায়ের অনেক উদাহরণ আমরা জানি ও পড়েছি; অধ্যবসায়ের ফলে পঙ্গু মানুষও এভারেষ্ট জয় করেছে। আসুন না এবার আমরাও অধ্যবসায়ী হই আখেরাতের জন্য। যারা ক্বোরআন শরীফ পড়তে পারেন না তারাও এ পদ্ধতিতে পবিত্র ক্বোরআন শরীফের ৩০ তম পাড়া মুখস্ত করতে পারবেন ও শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবেন।

এজন্য ৩টি বিষয় জরুরী :

  • প্রবল আগ্রহ
  • আল্লাহ তা’আলার কাছে সবিনয় দোয়া
  • অধ্যবসায়

 কিভাবে করব :

  • ১টি ১টি করে আয়াত মুখস্ত করা। ১টি আয়াত মুখস্ত হলে আরেক আয়াত মুখস্ত করা এবং প্রথমটির সাথে মিলিয়ে পড়া। এভাবে ৩য় আয়াত মুখস্ত করা ও পূর্বের আয়াতের সাথে মিলিয়ে কয়েকবার পড়া যাতে সকল আয়াত একসঙ্গে মুখস্ত হয়। এটাই বেশী ভালো। তাছাড়া একাধিক আয়াত বা ছোট সূরা একত্রে মুখস্ত করা যেতে পারে।
  • রমজানে ফজরের নামাজের পর ঘুমের অভ্যাস বাদ দিয়ে সকাল ৭/৮/৯ ... টা পর্যন্ত (যার পক্ষে যতক্ষণ সম্ভব) মুখস্তের জন্য সময় ব্যয় করা (দেখে পড়া/অডিও/ভিডিও দেখা/শুনা)। এসময়ের মধ্যে প্রতিদিন ২০টি আয়াত মুখস্ত করা সকলের পক্ষে অতি সহজ।
  • অবসর সময়গুলোতে (অফিসে যাতায়াতে গাড়ীতে/বাসে, বিশ্রামের সময় …) মোবাইলে মনোযোগ সহকারে তিলাওয়াত শুনা। মনোযোগী না হলে মুখস্ত হওয়া কঠিন ও অনেক সময় স্বাপেক্ষ।
  • তিলাওয়াত শুনার পাশাপাশি সময় করে উক্ত মুখস্ত আয়াতগুলো দেখে পড়া।
  • তিলাওয়াত শুনার পাশাপাশি মুখে মুখে উচ্চারণ করলে দ্রুত মুখস্ত হবে।
  • পাশাপাশি অর্থ জানা থাকলে মুখস্ত করা সহজ হবে।
  • অন্যান্য কাজের মধ্যে সময় বের করে নেওয়া। (কাঠের ভিতর ফাকা না থাকলেও যখন পেড়েক ঢুকানো হয় জায়গা ঠিকই হয়ে যায়। তেমনই কাজের ফাকে সময় বের করে নিতে হবে।)

 সংশ্লিষ্ট মাসআলা :

  • তিলাওয়াত শুনার জন্য অজু অত্যাবশ্যক নয়। থাকলে ভালো ও আদব।
  • তিলাওয়াত সরাসরি সম্প্রচার/তিলাওয়াতকারীর থেকে শুনার সময় সিজদার আয়াত শুনলে সিজদা করতে হবে। রেকর্ড করা তিলাওয়াতে সিজদা অত্যাবশ্যক নয়।

আপনারা আমার চেয়ে অনেক জ্ঞানী ও দক্ষ। তবুও অনেকের সুবিধার জন্য কিছু ভিডিওর লিংক দিলাম

এছাড়া আপনাদের পছন্দমত তিলাওয়াত নেট থেকে ডাউনলোড করে নিবেন।

বিখ্যাত জাকের সফটওয়ারটিও ডাউনলোড করে নিতে পারেন।

http://zekr.org/quran/quran-for-windows

 সিলেবাস :

  • ১ম সপ্তাহ (১৫৭ আয়াত) : সূরা নাবা,নাযিয়াত,আবাসা ও তাকভীর

https://www.youtube.com/watch?v=dTEZoc4c5t0

  •  ২য় সপ্তাহ ( ১৬৪ আয়াত) : সূরা ইনিফিতার,মুতাফ্ফিফিন, ইনশিক্বক, বুরুজ, ত্বরিক,আলা,গাশিয়াহ।

https://www.youtube.com/watch?v=0SXUrKSpM5E

  •  ৩য় সপ্তাহ ( ১৩২ আয়াত) : সূরা ফজর, বালাদ,শামস,লাইল,দুহা, আলাম নাশরাহলাকা,ত্বীন, আলাক্ব

https://www.youtube.com/watch?v=nlI5-X46Vs8,

  •  ৪ র্থ সপ্তাহ ( ৬৩ আয়াত) : সূরা ক্বদর,বাইয়্যিনাহ,যিলযাল,আদিয়াত,ক্বরিআহ,তাকাসুর আসর, হুমাযাহ।

https://www.youtube.com/watch?v=efZuJ6C-C3A

  •  ৪ র্থ সপ্তাহ ( ৬৩ আয়াত) : (যা সকলেরই মুখস্ত)

সূরা ফীল, কুরাইশ,মাউন,কাউছার,কাফিরুন,নাছর,লাহাব,এখলাস,ফালাক্ব,নাস।

হ্যা, আমরা যদি পাক্কা নিয়্যত করি তাহলে পুরো ক্বোরআন শরীফই মুখস্ত করা সম্ভব। বৃদ্ধ বয়সে ক্বোরআন হিফজ করার আমল রয়েছে। এ বিষয়ে আরেকটি টিউন করার চেষ্টা করবো।

মজার ব্যাপার হচ্ছে। কোন কারণে যদি আমরা পুরো ক্বোরআন শরীফ হিফজ করতে নাও পারি অথচ সারাজীবন প্রতিদিন এর জন্য চেষ্টা করি তবে কিয়ামতের দিন আমরা হাফেজদের কাতারে উঠবো এতে সন্দেহের কোন কারণ নেই। আমাদের কাজ শুধু এখলাসের সহিত চেষ্টা করা ও দোয়া করা। একমাত্র আল্লাহ পাকই সাফল্য দানকারী।

এটা আমার প্রথম টিউন । ভূলের জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমার পরিশ্রম সফল হবে যদি কেউ এর উপর আমল করা শুরু করে দেন। আমিও শুরু করেছি ; দোয়া করবেন। আল্লাহ পাক সকলকে পবিত্র ক্বুরআন হিফজ করার তৌফিক দান করুন। (আমীন)

Level 2

আমি azad2000। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সম্ভব বলেই মনে হচ্ছে। অন্তত শেষের পারাটি মুখস্ত রাখা যে কোনও মুসলমানের পক্ষে সম্ভব। আপনার এই সুন্দর প্রচেষ্টার জন্য আপনাকে ধন্যবাদ!

Level 0

Awesome tips. Thanks brother for sharing.

ধন্যবাদ!

Level 0

অনেক অনেক ধন্যবাদ।

ধন্যবাদ

Level 0

অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। সুন্দর টিউন।

Level 0

ভাল টিউন। কিন্তু ভাই আপনার কাছে আমার একটি প্রশ্ন, আপনি কি পবিত্র কোরআন শরীফ মুখস্ত করতে পেরেছেন? এইভাবে চেষ্টা করে দেখেন তো সম্ভব কিনা।

Level 2

সকল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে উৎসাহিত করার জন্য। আরো খুশি হব যদি আমরা সবাই চেষ্টা শুরু করে দিই। বিশ্বাস করেন আপনি অবশ্যই পারবেন অন্তত 30 তম পাড়া মুখস্ত করতে।

EngrArif ভাইকে বলছি, আমি কয়েকদিন পূর্বে শুরু করছি এবং আলহামদুলিল্লাহ প্রথম সপ্তাহের কয়েকটি সূরাই আমি মুখস্ত করতে পেরেছি। আপনারাও অবশ্যই পারবেন। যদি সময় বের করতে নাও পারেন শুধু যেসময়টুকু অন্য কিছু শুনতেন/অন্যত্র নেটে সময় দিতেন সে সময়টুকু মনযোগসহ তিলাওয়াত শুনুন দেখবেন অনেক সহজ।
আল্লাহপাকই সহজ করে দিয়েছেন, যা আল্লাহ পাক পবিত্র ক্বোরআনে বলে দিয়েছেন। তা না হলে লক্ষ নয় কোটি হাফেজ এখন দুনিয়ায়, কি করে সম্ভব হতো!

Level 2

আলহামদুলিল্লাহ বিগত দিনগুলোতে আল্লাহ পাকের দয়ায় ও আপনাদের দোয়ায় আমি প্রায় 98% সফল হয়েছি।