ইনশাআল্লাহ মাত্র ৩০ দিনে আপনিও ক্বোরআন শরীফের ৩০ তম পাড়া মুখস্ত করতে পারবেন।
আসসালামু আলাইকুম। বর্তমানে মোবাইলে সারাক্ষণ গান শোনা/ভিডিও দেখা নতুন প্রজন্মের এক সর্বনাশা নেশা। রিক্সায়, গাড়ীতে, পার্কে সর্বত্র তরুনদের কানে হেডফোন লাগিয়ে গান শোনা একটি ফ্যাশন হয়ে গিয়েছে। আসুন প্রযুক্তিকে আখেরাতের কাজে লাগিয়ে জান্নাত অর্জন করি।
আসুন দেখা যাক, কিভাবে সামান্য কষ্ট করে আমরা পবিত্র ক্বোরআন শরীফের ৩০ তম পাড়া মুখস্ত করতে পারি।
পবিত্র ক্বোরআন শরীফের 30 তম পাড়ায় মোট ৬৬টি সূরা রয়েছে যার মোট আয়াত সংখ্যা ৫৬৪টি। এর মধ্যে শেষের (সূরা ফীল থেকে নাস) সূরাগুলো সকলের মুখস্ত যার আয়াত সংখ্যা ৪৮। বাকী থাকে ৫১৬টি আয়াত, প্রতিদিন ২৪ ঘন্টায় মাত্র ১৭.২টি আয়াত মুখস্ত করা কি কঠিন? ঘন্টায় ২ টি করে আয়াত কি আমরা পবিত্র রমজান মাসে মুখস্ত করতে পারব না। হ্যা, প্রবল ইচ্ছা, সাধনা ও আল্লাহ পাকের মদদ থাকলে অবশ্যই পারব ইনশাআল্লাহ।
অধ্যবসায়ের অনেক উদাহরণ আমরা জানি ও পড়েছি; অধ্যবসায়ের ফলে পঙ্গু মানুষও এভারেষ্ট জয় করেছে। আসুন না এবার আমরাও অধ্যবসায়ী হই আখেরাতের জন্য। যারা ক্বোরআন শরীফ পড়তে পারেন না তারাও এ পদ্ধতিতে পবিত্র ক্বোরআন শরীফের ৩০ তম পাড়া মুখস্ত করতে পারবেন ও শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবেন।
আপনারা আমার চেয়ে অনেক জ্ঞানী ও দক্ষ। তবুও অনেকের সুবিধার জন্য কিছু ভিডিওর লিংক দিলাম
এছাড়া আপনাদের পছন্দমত তিলাওয়াত নেট থেকে ডাউনলোড করে নিবেন।
বিখ্যাত জাকের সফটওয়ারটিও ডাউনলোড করে নিতে পারেন।
http://zekr.org/quran/quran-for-windows
https://www.youtube.com/watch?v=dTEZoc4c5t0
https://www.youtube.com/watch?v=0SXUrKSpM5E
https://www.youtube.com/watch?v=nlI5-X46Vs8,
https://www.youtube.com/watch?v=efZuJ6C-C3A
সূরা ফীল, কুরাইশ,মাউন,কাউছার,কাফিরুন,নাছর,লাহাব,এখলাস,ফালাক্ব,নাস।
হ্যা, আমরা যদি পাক্কা নিয়্যত করি তাহলে পুরো ক্বোরআন শরীফই মুখস্ত করা সম্ভব। বৃদ্ধ বয়সে ক্বোরআন হিফজ করার আমল রয়েছে। এ বিষয়ে আরেকটি টিউন করার চেষ্টা করবো।
মজার ব্যাপার হচ্ছে। কোন কারণে যদি আমরা পুরো ক্বোরআন শরীফ হিফজ করতে নাও পারি অথচ সারাজীবন প্রতিদিন এর জন্য চেষ্টা করি তবে কিয়ামতের দিন আমরা হাফেজদের কাতারে উঠবো এতে সন্দেহের কোন কারণ নেই। আমাদের কাজ শুধু এখলাসের সহিত চেষ্টা করা ও দোয়া করা। একমাত্র আল্লাহ পাকই সাফল্য দানকারী।
এটা আমার প্রথম টিউন । ভূলের জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমার পরিশ্রম সফল হবে যদি কেউ এর উপর আমল করা শুরু করে দেন। আমিও শুরু করেছি ; দোয়া করবেন। আল্লাহ পাক সকলকে পবিত্র ক্বুরআন হিফজ করার তৌফিক দান করুন। (আমীন)
আমি azad2000। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সম্ভব বলেই মনে হচ্ছে। অন্তত শেষের পারাটি মুখস্ত রাখা যে কোনও মুসলমানের পক্ষে সম্ভব। আপনার এই সুন্দর প্রচেষ্টার জন্য আপনাকে ধন্যবাদ!