আইটি কর্নার [পর্ব-০৫] ব্যালেন্স নেই ?..চিন্তা কি এবার ফ্রি sms পাঠান

আসসালামু আলাইকুম।

কেমন আছেন? আশা করি ভাল আছেন। 😆

প্রথমেই রমজানের শুভেচ্ছা নিন। ধরুন আপনার ব্যালেন্স নাই।কিন্তু কাউকে কল করা খুব জরুরী। মিসকল দেওয়ারও টাকা নাই। কি করবেন?নো টেনসন। আমি আপনাকে শিখাচ্ছি কি করেটাকা ছাড়া কল এবং এসএমএস করা যে কোন নাম্বারে।

উপকরণঃ বাংলালিংক সিম।

কর্মপদ্ধতিঃ

  • প্রথমে করুন *321# নাম্বারে।
  • তারপর Reg. করার জন্য 1 লিখে রিপ্লে দিন। কাজ প্রায় শেষ।
  • এখন আপনি যাকে যাকে SMS দিতে চান *321*2# তাদের নাম্বার গুলো এড করুন। কাজ শেষ।
  • এখন *321*5# ডায়াল করলেই কাঙ্কিত নাম্বারগুলোতে চলে যাবে এসএমএস।

ওকে আজ এই পর্যন্ত দেখা হবে আগামি টিউন এ । আপনাদের কোন প্রশ্ন টিউমেন্ট করুন।

Level 3

আমি মুহাম্মাদ মুনিরুজ জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাংলালিংক তো লিখাই আছে। কিন্তু তবুও, টিউনটা খুব ছোট হয়ে গেছে। আরো সুন্দর করে লিখলে ভাল হত।

GP te chai

এতে কোন টাকা কাটবে না ? পরবর্তিতে ?