Grammenphone এর জোড়া অফার!!!নিয়ে নিন আপনার পছন্দের টা।

সবাইকে পবিত্র মাহে রমজান এর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।তারপর কৃতজ্ঞ জানাচ্ছি Techtunes Admin ভাইদের যে আমাকে এখনও Techtunes এর Member হিসেবে রাখার জন্য।আজকে আপনাদের আমি GP এর ২ টা অফার এর Tips দিব।তাহলে শুরু করা যাক.........

অফার-১:-
75 mb 3G pack এখন মাত্র ৫ টাকাতে পাওয়া যাচ্ছে।যার সঠিক মূল্য ৫৫ টাকা বা ২৫ টাকা।কিন্তু এখন সেটা আপনি মাত্র ৫ টাকাতে পাবেন।এর জন্য যা করতে হবে ব্যাল্যান্সে ৫.৭৫/= টাকা রেখে Dial করুন *999*3# ফিরতি sms এ পেয়ে যাবেন 75mb Data.ইহা GP এর সকল Operator এর ক্ষেত্রে গ্রহণযোগ্য।Free Data এর মেয়াদ দিবে ১ দিন।মেয়াদ বাড়াতে হলে প্রথমে *500*0# এটা Dial করুন।এটা Confirm হলে *500*11*1# এটা dial করুন(২.৫৫/=পয়সা কাটবে)এবার *566*10# দিয়ে আপনার Data আর মেয়াদ বুঝে নিন।{(৫.৭৫+২.৫৫)=৮.৩০/= টাকার জিনিস ৬০ টাকার ফায়দা lol:}

অফার-২:-
প্রথমে *444*1*1# dial করেন একটা sms এ আপনাকে জানিয়ে দেয়া হবে যে আপনার Usage target কত।এটা হতে পারে ১,২,৩,৫,৭,৯......টাকার মত।মূলত এটা নির্ভর করে আপনার Sim এ প্রতিদিন কত টাকা খরচ করেন তার উপর।এজন্য আমি আপনার একটা পরে থাকা অর্থাৎ যেটাতে কম টাকা খরচ করেন সেটা ব্যাবহার করতে বলব।এতে আপনার Usage Target কম দেখাবে।usage target দেখার পর *999*1# এটা dial করে Registration করে ফেলুন।এবার আপনার Target পূরণ করার পরে প্রতি ২ টাকার কথায় ১ টাকা Bonus পাবেন।*566*8# এ Bonus পাবেন।আর সবচেয়ে মজার বিষয় হল আপনি শুক্র ও শনি বারে Target পূরণ করলেই পেয়ে যাবেন 50mb+50sms ২ দিনে 100mb & 100sms।

বিঃদ্রঃ-উপরের অফার থেকে যেকোনো একটা অফার নিতে পারবেন।প্রথম টা আগে Try করেন ওটা যদি না হয় তাহলে ২য় টা try করেন।
ধন্যবাদ সবাইকে!!

আমি কামরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোঃকামরুল ইসলাম(কামাল)।নিজের সম্পর্কে অত বলার কিছু আমার নেই। আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করচি।এখানে যোগদান করেছি আপনাদের কাছ থেকে কিছু জানতে এবং কিছু জানাতে! http://www.facebook.com/kamrul88.kamal


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks ame 1 ta sim a paice. onno sim a paina

Welcome bro! Apni hoyto age kono offer er jonno registration klrecilen tai hobe na

আমি তো কোন অফারই নেই নাই তবুও হলো না… অনেক দিন ধরে বন্ধ ছিল কিছু দিন আগে activate করেছিলাম।

    @সাহীদুজ্জামান সাহীদ: আপনি ২য় অফার টা ব্যাবহার করুন।

ধন্যবাদ ভাই

    @রাকিব হাসান: Welcome bro!

৭৫ এমবি পেলাম না। first time registration onlyদেখাল।

    @Liakat Biswas:অন্য Sim থাকলে সেটাতে try করেন।

Level 0

আমাকে জিপি থেকে এসএমেস দিসে ” 3G Internet offer!! Akhon 75MB 3G INTERNET matro 5Takay meyad 5 Din. Ei offer nite 3 July er majhe dial korun *999*3#(free) ar mete uthun 3G Internet er duniay! “

Level 0

মেয়াদ কতদিন হবে কিছু বল্লেন না।

    @Haque: মেয়াদ ৫ দিন দিবে।তবে আপনি পরে ২.৫০ পয়সায় ১ মাস বাড়িয়ে নিতে পারবেন।পদ্ধতি টা Tune এই লেখা আছে।

Level 0

vai prothom offer ta ki akbar e neoa jabe ?