প্রযুক্তি ব্যবহার করে ছোট বাচ্চাদের শিক্ষা দিন (নিয়ে নিন দুটি ফ্লাশ ফাইল আপনার ছোট শিশুর জন্য)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।


বর্তমান যূগ প্রযুক্তির যুগ, আমরা আমাদের (সন্তান/ছোটভাই বোন) দের বর্ণ শিখাতে পারি প্রযুক্তি ব্যবহার করে। এরাই আমাদের দেশের ভবিশ্যত হবে একদিন ,ছোট থেকেই যদি প্রযুক্তির ব্যবহার শিখানো যায় তাহলে ভবিশ্যতে এরা আমাদের দেশকে অনেক এগিয়ে নিয়ে যাবে, এমন টাই আশাকরি।

তাই আজ আমি আপনার ছোট- ছেলে মেয়ের জন্য নিয়ে আসলাম দুটি ফ্লাশ ফাইল অনেক কাজের এই দুটি ফ্লাশ ফাইল থেকে ছোটরা বর্ণমালা,ব্যঞ্জনবর্ণ,English বর্ণ. ছোট সোনামনি দের ছড়া/কবিতা/গল্প , English ছড়া/কবিতা/গল্প ইত্যাদি শিখতে পারবে। তাহলে আর দেরি কেন নিচের লিংক গুলো থেকে ডাউনলোড করে নিন আপনার শিশুর জন্য।
১। জাতীয় সংগীত, বর্ন লিখা, স্বরবর্ণ পড়া, যুক্ত বর্ণ, ব্যঞ্জনবর্ণ, সংখ্যা, ছড়া শিখতে ফ্লাশ ফাইল টি ডাউনলোড করুণ।


২।

২। বর্ণ, Alphabet, সংখ্যা, বর্ণ ও শব্দ, Word, গণিত, শব্দ গঠন, Word Making, Number, ছড়া, Rhymes, Maths গাছ পরিচিতি, Colour, নিজেকে জানি ছোটদের শিখাতে এই ফ্লাশ ফাইলটি ডাউনলোড করুণ ।


২।

ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ।

সত্যি বাচ্চাদের কাজে দিবে। ধন্যবাদ আপনাকে।।
আর একটি প্রস্ন ছিল আপনার কাছে – আপনার হোছাইনবিডি.কম রেনউ করছেন না কেন? সাইটটি তো ভাল ছিল!!

    @রাজিবুল ইসলাম।: একটু ব্যস্ততার কারণে রেনউ করা হচ্ছে না @ পরে রেনউ করে নিব @ ধন্যবাদ

অসাধারণ

Level 0

খুব সুন্দর হয়েছে। অসংখ ধন্যবাদ।

অনেক সুন্দর!!

ভাই সেই রকম হইছে ! 🙂 ধন্যবাদ শেয়ার করার জন্য…
এইটা কি আপনি বানিয়েছেন ?

    @রাকিব হাসান:না রাকিব ভাই এগুলো আমার কম্পিউটার ছিল আরো অনেক ফ্লাশ ফাইল আছে এই দুটি ভাল লাগল তাই শেয়ার করলাম। @ ধন্যবাদ

অনেক সুন্দর, এমনটাই খুজছিলাম অনেক দিন থেকে আমার বাবুর জন্য। অনেক ধন্যবাদ ভাই।

    @এস,এম,হুমায়ুন কবীর।: আমার ভাগিনার কাছে অনেক ভাল লেগেছে @ ধন্যবাদ

কৃতজ্ঞতা, একটি শিক্ষামূলক পোষ্টের জন্য

বড় ভাই, আমি আরবি শেখাতে চাই। pls add arabic flash file also. it’s too much required for our muslim family.

ভাই আরবি এর জন্য সফটা দিন

খুব উপকারী একটি টিউন। ধন্যবাদ।

উপকারী তবে আরো ভাল করতে হবে।

Level 3

এরকমই খুজছিলাম। উপকারী পোস্ট। অনেক ধন্যবাদ।

Level 3

উপকারী পোস্ট। কিন্তু লিংক কাজ করছে না।